এখন আবার বিদেশি শক্তিকে দিয়ে ওয়ান-ইলেভেনের মতো ২ বছরের জন্য নিজেদের ইচ্ছে অনুযায়ী তত্ত্বাবধায়ক একটা বসাবে। আর আমরা কি ললিপপ খাব? সবই জানি কোথায় কোথায় ষড়যন্ত্র হচ্ছে। ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়কের দুঃস্বপ্ন দেখে লাভ নেই। এটা দিবাস্বপ্ন। আমরাও প্রস্তুত আছি। -সমকাল
ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের নির্ভরশীলতা জনগণের ওপর নেই, তাদের নির্ভরশীলতা পুলিশ, র্যাব ও আনসারের একাংশের ওপর। এই একাংশ এই অবৈধ অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখার জন্য বেআইনি কাজ করছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ও সংবিধান লঙ্ঘন করছে। -মানবজমিন
আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য
আমরা দেখতে পাচ্ছি, গাড়ি গর্তে পড়ে গেলে যে অবস্থা হয়; বাংলাদেশ এখন গর্তে পড়ে গেছে। বাংলাদেশ এখন গর্ত থেকে উঠতেও পারছে না, পেছাতেও পারছে না, এগোতেও পারছে না। -যুগান্তর
গোলাম মুহম্মদ (জিএম) কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা
সরকারের পায়ের নিচে মাটি নেই। মাথার ওপর আকাশও ভেঙে পড়ছে। জলপথ, স্থলপথ, আকাশপথ- কোনো পথেই তারা পালানোর সুযোগ পাচ্ছে না। -কালবেলা
মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের সভাপতি