তীব্র গরমে এখন অস্থির বাংলাদেশের জনপদ। গরমের তীব্রতা যেন বেড়েই চলেছে প্রতিনিয়ত। মাত্রাতিরিক্ত গরমে যখন মানুষ অতিষ্ঠ, তখনই দেশে শুরু হয়েছে লোডশেডিংয়ের অগ্নিগর্ভ পরিস্থিতি। বিদ্যুৎ শক্তির কাছে যেখানে সভ্যতার অপরিশোধ্য ঋণ, যেখানে এই শক্তিকে আশ্রয় করে মানুষের দিকে দিকে বিজয় অভিযান, সেখানে বিদ্যুৎ উৎপাদনে অবহেলা দেশ ও জাতির ললাটে এঁকে দিতে পারে অনগ্রসর কলংক কালিমা। বৃষ্টি হওয়ার কারণে সম্প্রতি আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হয়েছে। লোডশেডিংও কিছুটা কমেছে। কয়লা সংকটের কারণে দেশে প্রথমবারের মতো সম্পূর্ণভাবে সাময়িকভাবে বন্ধ হয়েছে দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় প্রায় এক মাসের জন্য এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। একটি ইউনিট ২৫ মে বন্ধ করে দেওয়া হয়েছে পর্যাপ্ত কয়লা না থাকার কারণে। ৫ মে থেকে পুরো তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। অসহনীয় তাপমাত্রার এই সময়টাতে বিদ্যুৎ সংকটের সমস্যা মানব জীবনে এনে দিয়েছে এক ভয়াবহ রূপ। এই লোডশেডিংয়ের সমস্যা নির্মূল করার জন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং বিদ্যুৎ অপচয় রোধ করতে হবে। অন্যথায় এই সমস্যা মোকাবিলা করা চ্যালেঞ্জিং হয়ে উঠবে। সবার সচেষ্ট প্রচেষ্টায় এই সমস্যা ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা সম্ভব।
সাগরিকা সুলতানা প্রিয়া, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটি, চট্টগ্রাম