বচনামৃত

প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কোনো কোনো দুষ্ট লোকের বাংলাদেশের সরকারের প্রতি বিদ্বেষ থাকতে পারে। সরকারের প্রতি বিদ্বেষ থাকার কারণে তারা (দুষ্ট লোকেরা) দেশ ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। আমি তাদের বন্ধুদের বলব, সাবধান। দেশ ধ্বংস করলে আপনারও ক্ষতি হবে। -প্রথম আলো

এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী

সরকারের যে শক্তি পুলিশ বাহিনীসহ অন্যদের ঐক্যবদ্ধ রাখতে নানা গুজব ছড়াবে। গণমাধ্যমেও খবরগুলো এমনভাবে আসছে- দেখলে মনে হবে সত্য; আসলে সত্য নয়। এখন একটি গুজব ছড়াচ্ছে, আমরা নাকি পুলিশের তালিকা করছি। আমাদের কেন পুলিশের তালিকা করতে হবে? -সমকাল

গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য

রাষ্ট্র আজ স্বৈরাচারী শাসন ব্যবস্থার শৃঙ্খলে আবদ্ধ। এক মন্ত্রী আরেক মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন। একজন বলে পক্ষে, আরেকজন বলে বিপক্ষে। এই সরকার মিথ্যাবাদী, জনগণ তাদের আর বিশ্বাস করে না। অন্তর থেকে মানুষ তাদের বিদায় করে দিয়েছে। -মানবজমিন

আ স ম আবদুর রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি