রাজধানী ঢাকার মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে ফুট ওভারব্রিজ বানানো হয়েছে। কিন্তু ঢাকার কিছু ফুট ওভারব্রিজের গোড়ায় ও ওপরে ছিন্নমূল মানুষদের রাতযাপন করতে দেখা যায়। অনেক সময় তারা নেশাগ্রস্ত অবস্থায়ও থাকে। সাধারণ পথচারীরা হাঁটার সময় তাদের পিছু নেওয়া বা খাবারের জন্য টাকা চাওয়ার মতো ঘটনা ঘটছে। অনেক সময় দেখা যায়, তাদের আশানুরূপ টাকা না দিলে পথচারীদের ছোটখাটো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী বা ঢাকায় যারা নতুন তাদের ওপর এসব ঘটনা নেতিবাচক প্রভাব ফেলে। ফুট ওভারব্রিজে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আব্দুস সালাম
কর্মজীবী, পোস্তগোলা, ঢাকা