চি ঠি প ত্র
ব্যবসায়িক পরিবেশ বজায় থাকুক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জাতীয় নির্বাচন ঘিরে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চাপা আতঙ্ক দেখা দিয়েছে। এর প্রভাবে গতকাল রাজধানীতে জনসাধারণ ও যানবাহনের চলাচল সীমিত ছিল। প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারেও।
দোকানপাট খুললেও বেকার সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। দোকানিরা জানিয়েছেন, গ-গোলের আশঙ্কায় ক্রেতারা মালপত্র কম কিনছেন। তবে বাজারে সবজির দাম কমলেও মাছ-মাংসের দাম যথারীতি বেশিই। কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আগের তুলনায় ক্রেতাসমাগম কম। এটি নির্বাচনী বছর।
রাজনৈতিক কর্মসূচি থাকা স্বাভাবিক; কিন্তু এর মধ্যেও আমাদের দোকানপাট খুলতে হবে, ব্যবসা করতে হবে। প্রধান দুই দলের প্রতি অনুরোধ থাকবে, তারা যাতে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করে। জনগণ যাদের পছন্দ করবেন, তারা নেতৃত্ব দেবেন। আমরা ব্যবসায়ীরা চাই, সবসময় ব্যবসায়িক পরিবেশ বজায় থাকুক।
আব্দুস সালাম রহমান
উদ্যোক্তা