ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অভিমত

তরুণ সমাজে ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতা

তরুণ সমাজে ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতা

একটি সমাজ, জাতি বা দেশের সম্পদ বলতে বোঝানো হয় তরুণ মানব সম্পদকে। বলা হয় তরুণরাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ। বিভিন্ন সমীক্ষায় দেখা যায় একটি দেশ এবং সমাজের সার্বিক উন্নতির পেছনে সবথেকে বেশি অবদান থাকে তরুণদের। কিন্তু বর্তমানে আমাদের সেই তরুণরাই চাকচিক্যপূর্ণ ফিচারে ভরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মানষিকভাবে অসুস্থ। অযথা নষ্ট করছে নিজেকে প্রতিষ্ঠিত করার মূল্যবান মাহেন্দ্রক্ষণ। পিছিয়ে পড়ছে তাদের জীবনের লক্ষ্য থেকে এবং বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ব থেকেও। সমীক্ষায় দেখা যায় আমাদের দেশের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে ফেসবুকই সবথেকে বেশি জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। আর এই ফেসবুক ব্যবহারকারীদের বড় একটি অংশ বয়সে তরুণ। তরুণদের কাছে নিজেদের ভাবনা-চিন্তা তুলে ধরার জন্য এখন সামাজিক যোগাযোগের মাধ্যম একটি সহজ প্ল্যাটফর্ম। তারা প্রধানত এটাকে পারস্পরিক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করলেও এর বাইরে এর নেতিবাচক ব্যবহারও কম নয়। একটি বেসরকারি পর্যবেক্ষণ বলছে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক ব্যবহার করেন, বিশেষ করে তরুণরা, তাদের শতকরা ৭০ থেকে ৮০ ভাগই ব্যক্তিগত তথ্য, ছবি বা অনুভূতি শেয়ার করেন। শেয়ার করে তারা তাদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতে চান, অবস্থার জানান দিতে চান। তবে এটা করতে গিয়ে কেউ কেউ ভাষার ব্যবহার বা ছবি ও কনটেন্ট ব্যবহারে অসতর্কতার পরিচয় দেন, অথবা অসততা করেন। ফেসবুক তরুণদের কাছে জনপ্রিয় হওয়ার সাম্প্রতিক আরো দুটি নতুন কারণ যুক্ত হয়েছে। আর তা হলো, ফেসবুক রিলস এবং ফেসবুক ব্লগিং। রিলসে দশ থেকে ত্রিশ সেকেন্ডের বিভিন্ন অঙ্গভঙ্গির শর্ট ভিডিও পোস্ট করে অধিক পরিমাণে ভিউ এবং ফলোয়ার বাড়ে। ফলোয়ার আর ভিউয়ের নেশায় পোস্ট করে অশালীন পোশাকে অশ্লীল ছবি, অঙ্গভঙ্গি বা ভিডিও কোনোটাই যেন বাদ নেই। যা তরুণদের ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় মেতে তুলছে। এমনও শুনতে পাওয়া যায় সফলতার মাফকাটি হচ্ছে কার কত বেশি ফেসবুক ফলোয়ার। ভাইরাল হওয়ার এই প্রতিযোগিতায় মেয়েরা ও শর্ট কাপড়ে ভিডিও পোস্ট করতে একচুল দ্বিধা বোধ করছে না। আবার বাকিরা এই অশ্লীল ভিডিও দেখতে পার করছে ঘণ্টার পর ঘণ্টা। এসব কিছু তরুণদের মস্তিষ্ককে তৈরি করছে এককেন্দ্রিক নিচু মানষিকতা যেটা তরুণদের ধ্বংসের অন্যতম একটা কারণ। অন্যদিকে সাম্প্রতিক রাজনীতি, অর্থনীতি, সাহিত্য এবং সামাজিক বিষয় নিয়ে আগে তরুণরা যা ব্লগে লিখতেন, তা এখন ফেসবুক স্ট্যাটাসেই লিখে। সেখানে মন্তব্য আসে, পক্ষে-বিপক্ষে বিতর্ক হয়। বাংলাদেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাত কোটি। আর মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটিরও বেশি। সাত কোটি ইন্টারনেট ব্যবহারকারীর ছয় কোটিই ইন্টারনেট ব্যবহার করেন মোবাইল ফোনে। এই ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় তিন কোটি সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করে। ফেসবুক ব্যবহারকারী ৩০ ভাগ তরুণ অন্যকে নিয়ে মজা করে বা পচায়। তারা ট্রল করে অযথা সময় নষ্ট করে। আর বাকিরা কথোপকথন আর বিভিন্ন ভিডিও দেখে সময় নষ্ট করে। তবে এর বাইরেও ছোট একটি অংশ আছে, যারা বেশ সিরিয়াস। তারা ফেসবুকের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আনতে চায়। এমনকি ফেসবুকে তারা বানান নিয়েও কথা বলে। তবে বাস্তব জীবনে তারা এতটা অ্যাকটিভ নয়। অল্প সংখ্যক আছেন, যারা নানা সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তারা মূলত ফেসবুকে তাদের কাজের প্রচার চালায়। এরা বাস্তব জীবনে বেশি অ্যাকটিভ। অন্যদিকে তরুণদের জনপ্রিয়তার শীর্ষে থাকা আরো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে টিকটক। ২০১৬ সালে চীনে টিকটকের জন্ম। অথচ সেই চীনেই এখন টিকটক নিষিদ্ধ। ২০২১ সালে প্লে স্টোরে সর্বাধিক ডাউনলোডের খেতাবটিও গেছে টিকটকের ঘরে। অশালীন অঙ্গভঙ্গি আর ব্যঙ্গাত্মক রম্য সংলাপের আড়ালে অশ্লীলতার এপিঠ আর ওপিঠ হলো টিকটক। গান কিংবা রম্য সংলাপের সঙ্গে নিজের ব্যঙ্গাত্মক মুখভঙ্গি আর ঠোঁট মিলিয়ে ১৫ থেকে ৬০ সেকেন্ডের ভিডিও বানানোর নাম টিকটক। বেড রুম, বাড়ির ছাদ, স্কুল- কলেজের আঙ্গিনা কোনো স্থানই বাদ নেই টিকটকারদের হাত থেকে। সময়-অসময় টিকটকের এই খেলায় মেতে আছে উল্লেখযোগ্য তরুণ সমাজ। শরীরের বিশেষ অংশ প্রদর্শন, অদ্ভুত ও অযৌক্তিক সংলাপ, গুজব বা উদ্ভট চুলের প্রদর্শনসহ নানারকম পাগলামির মাধ্যমে কে কত ভিউ আর ফলোয়ার বাড়াতে পারে তার এক অঘোষিত অসুস্থ প্রতিযোগিতা। তবে অতিমাত্রায় টিকটকের ব্যবহার একটি সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি প্রতিবেদনে বলছে, এসব আসক্তি একটা মানসিক রোগ। সেটা মদে আসক্তি হোক আর টিকটকে আসক্তিই হোক। এটাকে বলা হয় আচরণগত আসক্তি। তাই তাদের সুস্থ করতে হলে উপযুক্ত চিকিৎসা করাতে হবে। মনো চিকিৎসা ও কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদের সুস্থ করা সম্ভব। একইসঙ্গে তাদের বাবা-মায়েদেরও আচরণ পরিবর্তন করতে হবে। সবাই মিলে এক সঙ্গে চেষ্টা করলে এদের সবাইকে সুস্থ করা সম্ভব। সামাজিক মাধ্যমের এই অবাদ ব্যবহার বর্তমানে তরুণদের কুক্ষিগত করে রেখেছে তাদের বাস্তবিক চিন্তা ও নিজের ভবিষ্যৎ জীবন থেকে। অধিক পরিমাণে অযাচিত সময় নষ্ট করায় ঝরে পড়েছে নিজেদের লক্ষ্য থেকে হচ্ছে মানসিকভাবে ভারসাম্যহীন। যা আগামী প্রজন্মকে ঠেলে দিচ্ছে এক অজ্ঞতার অন্ধকার যুগে। এই সামাজিক ব্যাধিকে রুখতে এবং তরুণের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার আগে এগিয়ে আসতে হবে অভিভাবকদের। সচেতন হতে হবে খোদ টিকটকারদেরই। কারণ তরুণরাই পারে আগামী প্রজন্মকে গতিময় থেকে গতিশীল করতে।

নাজিম হোসাইন, শিক্ষার্থী, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত