চি ঠি প ত্র

ঈশ্বরদী বিমানবন্দর সংস্কার করে চালু করা প্রয়োজন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ঈশ্বরদী বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে না। ১৯৮৭ সালে নানা অজুহাতে প্রথম বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়, যার মধ্যে লোকসান ছিল অন্যতম। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় চার কোটি টাকা ব্যয়ে সংস্কার করে ১৯৯৪ সালে এটি আবার চালু করা হয়। এরপর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯৯৬ সাল পর্যন্ত নিয়মিত এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করেছে। ২০১৩ সালে ইউনাইটেড এয়ারওয়েজ ঈশ্বরদী বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে। কিন্তু ছয় মাস ১১ দিন চালু থাকার পর ২০১৪ সালের ২৯ মে আবারো বন্ধ হয়ে যায় বিমানবন্দরটি। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কারণে ঈশ্বরদী বিমানবন্দরের রয়েছে নতুন সম্ভাবনা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ও ইপিজেড ঘিরে সেখানে রয়েছে কয়েকশ’ বিদেশি নাগরিকের বাস। জরুরি প্রয়োজনে দ্রুত রাজধানী ঢাকায় যেতে হলে পাওয়া যায় না ভালো কোনো পরিবহন। সড়কপথে যাতায়াতে সময়ক্ষেপণ ও ভোগান্তি পোহাতে হয়। বিমানবন্দর থাকা সত্ত্বেও সুবিধা নিতে পারছে না কেউ। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রকল্প কর্মকর্তা এবং ব্যবসায়িক কারণে বিপুলসংখ্যক মানুষের যাতায়াত ঈশ্বরদীতে। এজন্য দ্রুত সংস্কার করে বিমানবন্দরটি চালু করা প্রয়োজন। বিমানবন্দরটি চালু করা গেলে ব্যবসা-বাণিজ্য, সম্ভাবনাময় পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে উত্তরবঙ্গের নতুন অর্থনীতি উন্নত হবে।

সালাম মিয়া, পাবনা