মাদকাসক্তি একটি নীরব ঘাতক। এটি পরিবার, সমাজ ও দেশকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। পৃথিবীর শতাধিক দেশের ৫০ থেকে ৬০ কোটি মানুষ মাদকে আসক্ত বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে প্রকাশ করা হয়েছে। বতর্মানে সরকারি ও বেসরকারি প্রচারমাধ্যমগুলোতে মাদক গ্রহণ ও বিস্তার প্রতিরোধে ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যায়। আমাদের মাদকমুক্ত সমাজ গড়তে হলে খুবই কার্যকর পদক্ষেপ নিতে হবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে হলে মাদকাসক্তি নির্মূল করতে হবে। মাদক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে।
দিলিপ বড়ুয়া
চট্টগ্রাম