চি ঠি প ত্র
রাস্তা সংস্কার চাই
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনি বটতলা থেকে শানদিয়ারা পর্যন্ত ছয়টি গ্রামের মধ্যদিয়ে জিকে ক্যানেল রাস্তাটির দৈর্ঘ্যে প্রায় ১৪ কিলোমিটার। গুরুত্বপূর্ণ রাস্তাটি আজ বেহাল। বেশির ভাগ জায়গা ভেঙে গেছে। তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। জেলা শহরের সঙ্গে সংযোগ স্থাপনকারী এ রাস্তা দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ছাত্রছাত্রী ও শিক্ষক, বড় বাজারের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতা, কুষ্টিয়া সদরের বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বড় ট্রাক চলাচলের কারণে রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এলাকার সাধারণ মানুষের দাবি, লাহিনি বটতলা থেকে শানদিয়ারা পর্যন্ত সড়কটি অতিদ্রুত সংস্কার করা হোক।
মো. আশরাফুজ্জামান
শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।