চি ঠি প ত্র
আছে শুধু অট্টালিকা
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পাবনার অন্যতম বিদ্যাপীঠ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। প্রতিষ্ঠার ১৫ বছরে অনেক অগ্রগতি সাধন করলেও পাবিপ্রবিতে গাছপালার তেমন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বড় বড় ইমারত আর আধুনিকতায় পাবিপ্রবি যেন দুবাইয়ের মরুভূমির আকার ধারণ করেছে। দিনের বেশির ভাগ সময় সূর্যের তাপে ক্যাম্পাস যেন পুড়তে থাকে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেক ক্ষোভ। প্রসাশনের উদ্যোগে কিছু গাছ লাগানো হলেও তা উপযুক্ত পরিচর্যার অভাবে মরে যাচ্ছে। এ বছর বর্ষায় সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে গাছ লাগাচ্ছেন। প্রশাসনের সহায়তা পেলে আগামী কয়েক বছরে পাবিপ্রবিকে সবুজ ক্যাম্পাসে পরিণত করা যাবে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছি।
মিকাইল হোসাইন
শিক্ষার্থী
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।