শিশুশ্রমের মতোই ভয়াবহ হয়ে উঠছে প্রবাসজীবন নামক লোভের ফাঁদ। বর্তমান সময়ে কিশোরদের কাছে এখন বিদেশযাত্রার ঝোঁক সবচেয়ে বেশি। যার একমাত্র কারণ হিসেবে আমরা জানি পারিবারিক অসচ্ছলতা। কিন্তু পারিবারিক অসচ্ছলতার বাইরেও মারাত্মক একটি কারণ দেখা দিয়েছে সেটি হলো পড়াশোনায় অনিচ্ছা ও মাদকাসক্তে লিপ্ত হওয়া। এসব ছেলেদের প্রতি আস্থা হারিয়ে ফেলেন মা-বাবা। কাজেই অনেক পরিবার বাধ্য হয়ে তাদের বিদেশে পাঠাচ্ছে। তাদের ধারণা, বিদেশে গিয়ে সে আর যা-ই করুক, অন্তত বাড়িতে মাসে মাসে টাকা পাঠাবে। সংসারের আয়-উন্নতি হবে। এসব ছেলের মধ্যে অনেকেই এখন টেনেটুনে এসএসসি পাস কিংবা কেউ কেউ স্কুলজীবনের গণ্ডি থেকে বের হতে পারেনি। বয়স না হওয়ায় বয়স বাড়িয়ে নিতে অবৈধ পন্থা অবলম্বন করছে অনেকে। এতে সমাজের ভারসাম্য হুমকির সম্মুখীন হবে বলে আশা করি। পরবর্তী সময়ে জাতি একটি শিক্ষিত সমাজ থেকে বঞ্চিত হবে। এতে সমাজে অপরাধ, সামাজিক পরিবেশ ও নৈতিকতায় নেতিবাচক প্রভাব পড়বে।
ইসতিয়াক আহমেদ হৃদয়
শিক্ষার্থী, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ।