চি ঠি প ত্র

বন্যার্তদের পাশে দাঁড়ান

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। তবে চট্টগ্রামে তা মাত্রা ছাড়িয়ে যায়। নগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতার পাশাপাশি জোয়ারের পানি নগরবাসীকে বেশ ভোগান্তিতে ফেলে। তলিয়ে যায় অনেক বাসাবাড়িসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্থানীয় ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বড় মাপের লোকসান।

এদিকে চট্টগ্রামের দক্ষিণ জেলার বাঁশখালী, সাতকানিয়া, বান্দরবান ও চকরিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অনেক গ্রাম এখনো পানিবন্দি। নষ্ট হয়েছে ফসলের মাঠ ও বসতবাড়ি। দেখা দিয়েছে সুপেয় পানির অভাব। পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও আছে। বন্যার্তদের ত্রাণ কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. ইমরানুল হক

শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।