নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৩ নম্বর চাষিরহাট ইউনিয়নের কৈইয়া থেকে সেনবাগ উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচতুপা সীমান্ত পর্যন্ত রাস্তা সংস্কার করা জরুরি প্রয়োজন। এই রাস্তার প্রথম অংশ পাকা করা হয়েছে এবং শেষ অংশ পাকা করা হয়েছে।
মাঝখানে কৈইয়া-কাঠালী এলাকার নোয়াখালীর দুই উপজেলা সীমান্ত এলাকায় অংশটি কাঁচা। নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের দুশ্বিমপাড়া-কলাবাগান থেকে সোনাইমুড়ী উপজেলার ৩ নম্বর চাষিরহাট ইউনিয়নের কৈইয়া-কাঠালী দিয়ে সেনবাগ উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচতুপা হয়ে চিলাদি মুন্সিবাড়ি মোড় পর্যন্ত রাস্তাটি পাকা করার পাশাপাশি ব্রিজ পুনঃনির্মাণ করে দেওয়া হলে অবহেলিত সোনাইমুড়ীর পূর্বাঞ্চল ও ছাতারপাইয়ার জনগণ উপকৃত হবে। এ রাস্তা দিয়ে সহজেই ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী-মাইজদী কোর্ট, কুমিল্লা, চিলাদি, পাঁচতুপা, তেমোহনী আসা-যাওয়া করা যাবে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
মো. গিয়াস উদ্দিন হৃদয়
ছাতারপাইয়া, নোয়াখালী।