ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সরকারি সম্পত্তির ব্যক্তিগত ব্যবহার বন্ধ হোক

সরকারি সম্পত্তির ব্যক্তিগত ব্যবহার বন্ধ হোক

সরকারি সম্পদ ব্যবহৃত হয় জনগণের কল্যাণে, সরকারি কাজে। অথচ অনেক সময়ই দেখা যায় সরকারি সম্পত্তি কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিগত কাজে ব্যবহার করে। শুধু তাই নয়, রাস্তাঘাটের অর্ধেকের বেশি অংশ দখল করে অনেকেই রাখছে নিজের ব্যবসায়িক মালামাল। রাস্তা, ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট। দিব্যি সেখানে ব্যবসা চলছে। মানুষের হাঁটার জন্য নির্মিত ফুটপাত দখলে থাকেছে হকারদের। ফলে বাধ্য হয়ে মানুষকে হাঁটার জন্য ফুটপাত ছেড়ে রাস্তায় নামতে হচ্ছে; যা বাড়িয়ে তুলেছে সড়ক দুর্ঘটনা। রাস্তা পারাপারের ফুটওভার ব্রিজও হকারদের দখলে। নদনদী ভরাট করে একশ্রেণির মানুষ দখলের সাম্রাজ্য গড়ে তুলেছে; যার ফলে নদনদীর গতিপথ ব্যাহত হচ্ছে। ভাঙনের সৃষ্টি হচ্ছে। পাহাড়-পর্বত, বন সবই রাষ্ট্রের সম্পদ। কিন্তু অবৈধভাবে বনের গাছও কাটা হচ্ছে। এভাবে সরকারি সম্পত্তি যেন ব্যক্তিগত কাজে ব্যবহার না হয়, সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।

ইমন হাওলাদার

শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত