দেশের দক্ষিণাঞ্চল বান্দরবান, সাতকানিয়া, লোহাগাড়া ও চকরিয়ায় ব্যাপক বন্যা হয়েছে। ভারি বৃষ্টিপাত থেকে শুরু হওয়া এই বন্যার পানি খাল দিয়ে প্রবাহিত হতে না পেরে পানির গতিবেগ পরিবর্তন করে। হাঙর ও সাঙ্গু নদীর বিভিন্ন পয়েন্ট ভেঙে প্লাবিত হয় অনেক ফসলি জমি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ দিয়ে যাওয়া বিভিন্ন গ্রামীণ সড়কে ফাটল ধরেছে। বান্দরবান-সাতকানিয়া-লোহাগাড়ার অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আর এ রাস্তা দিয়ে চলাচল করে সাধারণ জনগণ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ভেতরের কিছু রাস্তা ফসলি জমির সঙ্গে মিশে যাওয়ায় যোগাযোগে বিঘ্ন ঘটছে। মানুষের চলাচল স্বাভাবিক করতে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করুন।
মো. ইমরানুল হক
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।