এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ওয়ানডেতে বাংলাদেশ এখন বিশ্বমানের দল। গোছানো-পরিপাটি ক্রিকেট খেলছে প্রায় এক দশক ধরে। বিশ্বকাপের আগেই নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ এশিয়া কাপে। এশিয়া কাপের তিনবারের রানার্স আপ বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হতে পারাটা বিশ্বকাপের ফলাফল নির্ধারণে সহায়ক হবে।

চাঙা মনোবল যে কোনো বড় দলের বিরুদ্ধে হেসেখেলে জিততে কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশকে প্রতিটি ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা সাজাতে হবে। এশিয়া কাপের ওপর অনেকাংশে নির্ভর করছে বিশ্বকাপ-ভাগ্য। তাই এশিয়া কাপের প্রতিটি ম্যাচ অগ্নিপরীক্ষা। বাংলাদেশের সামনে একটি পথ খোলা রেখে এগোতে হবে। বিজয়ের নিশান ওড়াতে হবে। সমানে সমানে টক্কর দিতে হবে। পুরো দলকে জাগিয়ে তুলতে এবং টিম স্পিরিট বাড়াতে এশিয়া কাপ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জুবায়েদ মোস্তফা

শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ।