ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ইতিহাসের আজকের দিনে

ইতিহাসের আজকের দিনে

১৫৭৪ - গুরু রাম দাস চতুর্থ শিখ গুরুর দায়িত্ব পান।

১৭২১ - লিস্টাভের শান্তি চুক্তি সম্পাদিত।

১৭৯০ - জার্মানির বিজ্ঞানী নিকালা কন্টে পেন্সিল আবিষ্কার করেন।

১৮৩০ - বুলগেরিয়ার রাজপুত্র ওথো গ্রিসের রাজা নির্বাচিত হন।

১৮৩৫ - অস্ট্রেলিয়ার মেলবোর্নকে শহর হিসেবে ঘোষণা করা হয়।

১৮৫০ - হনুলুলু শহরের মর্যাদা পায়।

১৮৬০ - ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।

১৯০৭ - রাশিয়া ও ব্রিটিশ উপনিবেশবাদী সরকার এক চুক্তির মাধ্যমে ইরানকে তিন অংশে বিভক্ত করে।

১৯১৪ - প্রথম জার্মান বিমান প্যারিসে বোমাবর্ষণ করে।

১৯৩৩ - এয়ার ফ্রান্স গঠিত হয়।

১৯৪১ - জার্মান বাহিনী লেনিনগ্রাদ অবরোধ করে।

১৯৪৫ - হংকং ব্রিটিশ বাহিনীর সহায়তায় জাপানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৫৬ - সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক পরীক্ষা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত