ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইতিহাসের আজকের দিনে

ইতিহাসের আজকের দিনে

১৯৪৫ - ভিয়েতনাম ফ্রান্সের থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯৪৭ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে

তমদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়।

১৯৪৯ - জাপানি আক্রমনে চীনের চান-কিঙ-এ ১৭০০ জন নিহত

হয়।

১৯৫৮ - চীনের প্রথম টেলিভিশন স্টেশন পিকিং-এ চালু হয়।

১৯৭০ - নাসা (ঘঅঝঅ) দুইটি অ্যাপোলো (অঢ়ড়ষষড়) চন্দ্র

অভিযান বাতিল ঘোষণা করে।

১৯৮১ - বেলিজ স্বাধীনতা লাভ করে।

১৯৮৫ - চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র

উৎকর্ষ কেন্দ্র নন্দন উদ্বোধন করেন।

১৯৯১ - যুক্তরাষ্ট্র এস্তেনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বীকৃতি

দেয়।

২০০৫ - চট্টগ্রামে চিলড্রেন ক্যান্সার হোম উদ্বোধন হয়।

সূত্র: উইকিপিডিয়া

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত