ইতিহাসের আজকের দিনে

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

১৯১১ - বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।

১৯৩০ - লন্ডনে কেম্ব্রিজ থিয়েটার চালু হয়।

১৯৩২ - ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৪০ - ব্রিটেনের যুদ্ধ শুরু হয়।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যরা ওয়েক দ্বীপে

আত্মসমর্পণ করে।

১৯৭২ - মিউনিখের অলিম্পিক গণহত্যা, ইসরাইলী

অ্যাথলেটদের প্যালেস্টাইনীরা জিম্মি করে।

১৯৮৭ - রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হবার জন্য

স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়।

 

সূত্র: উইকিপিডিয়া