দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এ যেন নিত্যকার জীবনের এক চলমান চিত্র। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিস চাল, ডাল থেকে শুরু করে গ্যাস, পেট্রলের দাম বেড়েই চলেছে। কিন্তু সাধারণ মানুষের আয়ের উৎসের কোনো পরিবর্তন তো হচ্ছেই না বরং জীবনযাত্রার মান নিম্নমুখী হচ্ছে দিন দিন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে করুণ অবস্থায় দিনাতিপাত করছে সমাজের শ্রমজীবী মানুষ। যাদের কাছে এখন মাছ, মাংস এখন স্বপ্নের বস্তু হয়ে গেছে। এমনকি নিম্ন ও মধ্যবিত্তদের প্রতিদিনের সঙ্গী ডালের দাম বছরের ব্যবধানে বেড়েছে কেজিতে ৩০ টাকা। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যমতে, মোটা চালের খুচরা মূল্য কেজিতে ৪৬-৫২ টাকা, খোলা আটার খুচরা মূল্য কেজিতে ৪০-৪১ টাকা। যা সংগ্রহ করতে নিম্ন আয়ের মানুষদের খাদ্য জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। করোনা মহামারির কারণে দীর্ঘ সময় মানুষের কর্মহীন থাকার ফলে যে ভোগান্তির সৃষ্টি হয়েছিল তা বেড়েই যাচ্ছে। মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছে যার ফলে বেকার জীবন তাদের কাটাতে হচ্ছে। তার মধ্যে দ্রব্যের বাজার বেড়েই চলেছে আর তাদের কাটাতে হচ্ছে দূর্বিষহ জীবন। সম্প্রতি ডিজেল, অকটেন, পেট্রলের দাম বেড়েছে যথাক্রমে ৩৪, ৪৪, ৪৬ টাকা। যার একটি বড় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে মানুষের জীবনযাত্রায়। এরই মধ্যে, বাস-মালিকরা বাস চালানো প্রায় বন্ধ করে দিয়েছে, যার ফলে সাধারণ মানুষের যাতায়াতে বাড়তি ভোগান্তির স্বীকার হচ্ছেন। এভাবে চলতে থাকলে নিম্নমধ্যবিত্ত মানুষের ঠাঁই কোথায় হবে তা কেউ জানে না। অনতিবিলম্বে- সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রা মান বিবেচনায় রেখে দ্রব্যমূল্য স্বাভাবিক ক্রয়ক্ষমতায় নিয়ে আসা হোক।
লেখক : শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়, সমাজকল্যাণ
ও গবেষণা ইনস্টিটিউট।