চি ঠি প ত্র
কালভার্ট সংস্কার জরুরি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থেকে কালিরবাজার যাওয়ার চরপাড়া এলাকার প্রধান সড়কের কালভার্টের অবস্থা বেহাল। লক্ষ্মীপুর, রায়পুর থেকে চাঁদপুর সদরে যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করা হয়। প্রতিদিন অসংখ্য যানবাহন ও মানুষ যাতায়াত করে। সামান্য ফাটল থেকে এখন প্রায় চলাচলের জন্য অনুপযোগী। লক্ষ্মীপুর জেলার সঙ্গে যোগাযোগ বন্ধ। কয়েকদিন অটোরিকশা চলাচল করলেও এখন চলাচল বন্ধ। হাঁটা ছাড়া এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত অসম্ভব। যদি দ্রুত এই কালভার্ট সংস্কার করা না হয়, তাহলে মানুষের হাঁটা-চলা বন্ধ হয়ে যাবে। কালভার্টটি সংস্কার করার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ আল-আমিন
শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।