চি ঠি প ত্র
জন্মনিবন্ধন সার্ভার খোলা হোক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রায় ২ মাস ধরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে আছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৬ নম্বর ভিটিকান্দি ইউনিয়ন পরিষদে। ফলে ওই ইউনিয়ন পরিষদের নাগরিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে। নিজ নিজ জায়গা থেকে নতুন করে জন্ম ও মৃত্যু সনদ তৈরি এবং সংশোধনের কার্যক্রমও পুরোপুরি বন্ধ আছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ভিসা আবেদনসহ ১৯টি নাগরিকসেবার ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে।
কিন্তু বর্তমানে এসব সেবা গ্রহণ থেকে সাধারণ নাগরিক বঞ্চিত।
নাগরিকের হয়রানি এবং ভোগান্তির কথা বিবেচনা করে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের প্রতি বিনীত আবেদন, অতিদ্রুত এই সমস্যার সমাধান করুন।
আল আমিন
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।