ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রাস্তার মাঝে বড় গাছ

রাস্তার মাঝে বড় গাছ

ইদানীং বাসে করে যাওয়ার সময় একটি বিষয় খুব খেয়াল করছি, তা হলো রাস্তার মাঝের ডিভাইডারে ডালপালা ছড়ানো বড় গাছ। ঢাকা শহরে বিআরটিসির অনেক দ্বিতল বাস চলাচল করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ বাসই বিআরটিসির।

এমতাবস্থায়, রাস্তায় চলার সময় বাসের উপরতলা ডিভাইডারে লাগানো গাছের ডালপালার সঙ্গে লেগে বিকট আওয়াজ করে এবং এই ডালপালা জানালার ভেতরে ঢুকে গিয়ে যেকোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে।

বেশি ডালপালা ছড়ায় এমন গাছ রাস্তার মাঝের ডিভাইডারে লাগানোর কোনো প্রয়োজন বা উপকারিতা আছে বলে মনে হয় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের

কাছে আবেদন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে গাছগুলোর ডালপালা নিয়মিত কেটে সমান রাখলে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।

জোবাইদুল ইসলাম

শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত