চি ঠি প ত্র
লোডশেডিং কমান
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম অঞ্চলের উৎপাদন কেন্দ্রগুলোয় স্বাভাবিক সময়ের মতোই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবু নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা পাচ্ছে না নগরবাসী ও গ্রামাঞ্চলের মানুষ। দিনে-রাতে অনেক সময় বিদ্যুৎ থাকে না। গরম ও মশার যন্ত্রণা, ডেঙ্গুর ভয়ের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ চলে গেলে আর আসার খবর থাকে না। বিদ্যুৎ যাওয়ার নির্ধারিত সময়ও নেই।
অনেক সময় গভীর রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় গরমের মধ্যে মানুষের অসুবিধায় পড়তে হচ্ছে। বিদ্যুতের ভেলকিবাজিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও লেখাপড়া করতে কষ্ট হচ্ছে, পরীক্ষার আগের রাতে লোডশেডিংয়ের কারণে পড়া ও ঘুম যেতে সমস্যা হচ্ছে। যার প্রভাব পড়ছে পরীক্ষার হলে। এ ছাড়া রোগী, বৃদ্ধরা অসুবিধার মধ্যে পড়ছে। রাতে অফিস, কলকারখানা, মার্কেট বন্ধ থাকে। তবু রাতে কয়েকবার লোডশেডিং হয়। গ্রামাঞ্চলেও লোডশেডিং হচ্ছে অনেক। কর্তৃপক্ষ যেন বিদ্যুৎ বিভ্রাট সমাধান করে এবং বিদ্যুৎ যেন স্বাভাবিক করা হয় নগরবাসীর সেটিই চাওয়া।
রায়হান উদ্দিন
মুরাদপুর, চট্টগ্রাম