ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সড়ক বিভাজকের মধ্যে গাছ লাগান

সড়ক বিভাজকের মধ্যে গাছ লাগান

ঢাকা শহরের অধিকাংশ সড়কের বিভাজকের মধ্যে রয়েছে গাছ। তবে সাম্প্রতিক সময়ে কোনো কোনো সড়কের বিভাজকের সংস্কার এবং প্রশস্তকরার প্রয়োজন থেকে অনেক গাছ কেটে ফেলে হয়েছে। সেসব সড়কে এরই মধ্যে আবার নতুন গাছ লাগানো চলছে। এই গাছ লাগানোর ক্ষেত্রে যেসব গাছের ডালপালা ছড়ায় সেগুলোর পরিবর্তে ঊর্ধ্বমুখী গাছ লাগানো জরুরি।

কারণ ঢাকা শহরে বিআরটিসির এক তলার চেয়ে দোতলা বাসই সম্ভবত বেশি। বাস চলার সময় সড়ক বিভাজকে লাগানো গাছের ডালপালার সঙ্গে বাসের ঘর্ষণে বিকট শব্দ তৈরি হয় এবং কখনও কখনও এসব গাছের অনেক ডাল বাসের জানালা দিয়ে ভেতরেও ঢুকে পরে। অসচেতনতায় অনেক যাত্রী গাছের ডালের আঘাতে আহতও হয়ন। তাই বেশি ডালপালা ছড়ায় এমন গাছ সড়ক বিভাজকের না লাগানোই শ্রেয়। বরং ঊর্ধ্বমুখী গাছ লাগনোই উত্তম। এতে বিভাজকে থাকা গাছের আঘাতে যাত্রীরা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচবে।

জোবাইদুল ইসলাম

ঢাক

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত