রাস্তা সংস্কার করুন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা হচ্ছে শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী। কাজলা পয়েন্টের এক পাশ দিয়ে মেয়র হানিফ ফ্লাইওভার শুরু হয়েছে, অন্য পাশ দিয়ে ফ্লাইওভারের পাশের রাস্তায় কাজলা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত দীর্ঘদিন ধরে সংস্কারের কাজ চলছে। এর ফলে সব ধরনের যানবাহনকে মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহার করে চলতে হচ্ছে। নারায়ণগঞ্জ, চাঁদপুর, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলার দূরপাল্লার বাস এই রাস্তা ব্যবহার করে থাকে।

যানবাহনের এত বেশি লোডের ফলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে কয়েক কিলোমিটার পর্যন্ত বিশাল যানজট। এই যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে। এই রাস্তার সংস্কারকাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মুহাম্মদ সুলতান মাহমুদ

শিক্ষার্থী

ঢাকা কলেজ, ঢাকা।