ইতিহাসের আজকের দিনে

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

১৯৭৬ - জাতিসংঘে যোগ দেয় সেশেল।

১৯৮০ - ইরাকের সাবেক বাথ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক

আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করেছিলো।

১৯৮১ - যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় বেলিজ।

১৯৮৪ - ব্রুনাই জাতিসংঘে যোগদান করে।

১৯৯১ - সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায়

আর্মেনিয়া।

১৯৭০ - সোভিয়েত কেট লুনা-১৭-এর চন্দ্রে অবতরণ।

 

সূত্র: উইকিপিডিয়া