ইতিহাসের আজকের দিনে
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
১৮৩৩ - নিউইয়র্কে ডেইলি সান পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৮৩৩ - চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস এয়ারস যাত্রা
করেন।
১৮৩৯ - নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত
রেলপথ খুলে দেওয়া হয়।
১৮৪৬ - নেপচুন, যা কিনা সোলার সিস্টেমের অষ্টম গ্রহ,
আবিষ্কৃত হয়েছিল।
১৮৭০ - ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম দখল
করে।
১৯৪৯ - সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
১৯৬৫ - ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটে।
১৯৯১ - আর্মেনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।
সূত্র : উইকিপিডিয়া