ইতিহাসের আজকের দিনে

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

১৯৩৯ - পোল্যান্ডকে জার্মানির অঙ্গীভূত করা হয়।

১৯৫৪ - হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন।

১৯৬২ - আলজেরিয়া জাতিসংঘে যোগদান করে।

১৯৭৩ - ব্রিটেনের প্রথম আইনসম্মত বাণিজ্যিক বেতারকেন্দ্র

(এলবিসি) সম্প্রচার শুরু করে।

১৯৮৯ - হাঙ্গেরিতে কমিউনিস্ট পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

১৯৯১ - স্পিকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।

২০০৫ - উত্তর পূর্ব-পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মোজাফ্ফারাবাদে সাত দশমিক ছয় রিক্টার স্কেলের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। স্মরণীয় এ ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত এবং ৩৩ লাখ মানুষ আহত হয়েছিল।

সূত্র : উইকিপিডিয়া