ইতিহাসে আজকের এই দিনে
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
১৯৫৯ - আজেন্টিনায় গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৬৪ - এশিয়ার প্রথম টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
১৯৬৭ - প্রায় ১০০ দেশের মধ্যে মহাশূন্য চুক্তি স্বাক্ষর হয়।
১৯৭২ - বঙ্গবন্ধুকে বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলিও
কুরি’ পদক প্রদান করা হয়।
১৯৮৬ - সালভাদের ভূমিকম্পে দুই সহস্রাধিক লোকের প্রাণহানি
ঘটে।
১৯৯২ - আজকের এই দিনে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন করা হচ্ছে।
১৯৯৭ - ফ্রান্সের ৪০ জাতি শীর্ষ সম্মেলন শুরু হয়।
সূত্র : উইকিপিডিয়া