ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চিঠি পত্র

ইন্টারনেটের দাম কমান

ইন্টারনেটের দাম কমান

মোবাইল অপারেটরদের আপত্তি সত্ত্বেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সিদ্ধান্ত অনুযায়ী ১৫ অক্টোবর থেকে ৩ ও ১৫ দিনের মেয়াদের প্যাকগুলোর মেয়াদ পরিবর্তন করে ৭ ও ৩০ দিন করা হয়। বিটিআরসির নির্দেশনা মোতাবেক মেয়াদ বৃদ্ধি হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়ায় সব অপারেটর পরিবর্তিত মেয়াদের প্যাকগুলোর দাম বাড়িয়েছে। একই সঙ্গে পূর্ববর্তী অন্যান্য প্যাকের দামও শতভাগ পর্যন্ত বাড়িয়েছে। উদাহরণস্বরূপ রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের আগে প্রদান করা আনলিমিটেড ৩০৯ টাকায় ২৬ জিবি প্যাক ১০৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬২৯ টাকায় ২৫ জিবি হয়েছে।

অন্য সব অপারেটরের একই অবস্থা। কিন্তু বিটিআরসি অন্যান্য প্যাকের মূল্যবৃদ্ধি নিয়ে আগাম কোনো নির্দেশনা জারি করেনি। বর্তমানে মৌলিক চাহিদার মতোই গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারনেট। কিন্তু সেই ইন্টারনেটের ব্যবহারমূল্যও এখন মূল্যস্ফীতির শিকার। ছাত্র থেকে শুরু করে সবাই ইন্টারনেট ছাড়া প্রায় অচল। তাই ইন্টারনেটের মূল্য হ্রাস এখন সময়ের দাবি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আশরাফুর রহমান

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত