কয়েক দশক ধরে ফিলিস্তিনের জনগণ বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা করছিলেন, ইসরাইল তাদের ওপর প্রতিদিন নির্যাতনের মতো অসহনীয় যন্ত্রণা জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছে। ফিলিস্তিনিরা সব হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড রেখেছেন। তারা তাদের ছিনিয়ে নেওয়া বাড়ি, ভূমি ও গুরুত্বপূর্ণ সম্পদের তালিকা করে রেখেছে। ইসরাইল রাষ্ট্রের সহিংসতা কীভাবে তাদের স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার থেকে বঞ্চিত করছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কীভাবে তাদের নিয়মিত হয়রানি ও নির্যাতন করা হচ্ছে- সেসব তারা যত্নের সঙ্গে নথিবদ্ধ করে রেখেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রভাবশালী সদস্যরা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিরন্তর নৃশংসতার প্রমাণ নিয়ে কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে? তারা এমনভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে যে, তার চেয়ে বোধকরি চুপ থাকা অনেক উত্তম। এই প্রভাবশালীরা বারবার উচ্চকিত কণ্ঠে ইসরাইলের প্রতি সমর্থন জানিয়ে আসছে। তারা ইসরাইলের ঔপনিবেশিক দমন-পীড়নে সহায়তা ও পৃষ্ঠপোষকতা করেছে। সত্যি বলতে কি- তারা ফিলিস্তিনিদের তাদের অবশিষ্ট ভূখণ্ড থেকে বের করে দিতে ইসরাইলকে উৎসাহিত করছে। একই সঙ্গে তারা ইতিহাস ও বৈশ্বিক রাজনীতি থেকে ফিলিস্তিনিদের মুছে দিতে উৎসাহ দিচ্ছে। ফিলিস্তিনিরা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে কূটনীতি, রাজনৈতিক ওকালতি এবং সব ধরনের সশস্ত্র-নিরস্ত্র প্রতিরোধ ও প্রতিবাদের চেষ্টা করেছেন। তারা দিনের পর দিন তাদের সমস্যা নিয়ে অসংখ্য বিশ্বনেতার কাছে গেছেন, কথা বলেছেন। কিন্তু হায়! তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি; বরং তাদের অবস্থার আরো অবনতি হয়েছে। ইসরাইল যখনই ফিলিস্তিন ও ফিলিস্তিনি জনগণকে আরব ও বৈশ্বিক দৃশ্যপট থেকে মুছে দিতে উদ্যোগ নিয়েছে, তখনই ফিলিস্তিনিরা এক ক্রান্তিকালে গিয়ে ঠেকেছেন। তবু ফিলিস্তিনিরা উন্মুক্ত কারাগারে বন্দি থেকেও ইসরাইলের আইনকানুন মেনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের বিষয় নিয়ে আবেদন-নিবেদন করে গেছেন। তারা আশা করছিলেন, কেউ না কেউ মানবিক মন নিয়ে তাদের ওপর চলা নৃশংসতা ও অমানবিক বিষয়ে হস্তক্ষেপ করতে এগিয়ে আসবে। এর মধ্যেই গাজায় ইসরাইলি আগ্রাসনে মৃত ফিলিস্তিনির সংখ্যা ক্রমেই বেড়েই চলছে। গাজার হাসপাতালগুলোতে আর বড় জোর ২৪ ঘণ্টা চালানোর মতো জ্বালানি আছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয় দপ্তর ওসিএইচএ রোববার বলেছে, ব্যাকআপ জেনারেটরগুলো যদি জ্বালানির অভাবে বন্ধ হয়ে যায়, তা হলে হাজারো রোগীর জীবন হুমকিতে পড়বে। বিবিসি জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি, পানিসহ জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে গাজায় প্রবেশের সুযোগ চেয়ে আসছে বিভিন্ন ত্রাণ সংস্থা। গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ব্রিটিশ-ফিলিস্তিনি সার্জন গাসান আবু সিত্তা সতর্ক করেছিলেন, তার হাসপাতালে রোগীদের সহায়তা দেওয়ার মতো পর্যাপ্ত রসদ নেই। তিনি বিবিসিকে বলেছেন, সাধারণ সময়ে তাদের এক বা দেড় মাসে যে পরিমাণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম লাগত, এখন যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রতিদিনই সে পরিমাণ দরকার হচ্ছে। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ইসরাইল ঘোষণা দিয়েছে, গাজায় খাদ্য বা জ্বালানি কিছুই প্রবেশ করতে দেওয়া হবে না। এ পরিস্থিতিতে গত ১১ অক্টোবর গাজা ভূখণ্ডের একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি জ্বালানির অভাবে বন্ধ হয়ে যায়। অন্ধকারে ডুবে যায় হামাস-নিয়ন্ত্রিত এলাকা। গাজায় ইসরাইলের এই সর্বাত্মক অবরোধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যায়িত করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভল্কার তুর্ক এক বিবৃতিতে বলেছেন, গাজার পরিস্থিতি এমনিতেই খারাপ ছিল।
এর মধ্যে সর্বাত্মক অবরোধ পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটাচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় চরম মানবিক বিপর্যয় ঘটছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাদের ফিলিস্তিনি শরণার্থীর সহায়তাবিষয় সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানায়, গত ৮ দিন ধরে সেখানে পানি, গম কিংবা জ্বালানি নেই। যুক্তরাষ্ট্রের সহায়তা আর পৃষ্ঠপোষকতায় কয়েক দশক ধরে ইসরাইল রাজনৈতিকভাবে ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। কয়েক দিন ধরে ফিলিস্তিনিরা আরেকবার প্রমাণ করেছেন, এত সহজে তারা নিজেদের ভূখণ্ড এবং সার্বভৌমত্বের দাবি থেকে সরে আসবেন না। এ ভূখণ্ড তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। ইসরাইল রাজনৈতিকভাবে ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে চায়। যুক্তরাষ্ট্র তাদের নানাভাবে পৃষ্ঠপোষকতা ও সহায়তা করছে। কিন্তু ফিলিস্তিনি জনগণ তাদের ভূখণ্ড রক্ষায় কখনো পিছু হটবেন না।একদিন এই ঔপনিবেশিক শক্তিকে তারা পরাভূত করবেন। ফিলিস্তিনি জনগণ ও ফিলিস্তিনের মধ্যকার এই গভীর সম্পর্ককে ইসরাইল নামের রাষ্ট্র দীর্ঘদিন ধরে মুছে দিতে চাচ্ছে। সম্প্রতি ইসরাইলের সঙ্গে আরব রাষ্ট্রগুলো বিশেষ করে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মাধ্যমে মূলত ফিলিস্তিনকে মুছে দেওয়ার প্রক্রিয়াকে জোরালো করার চেষ্টা করা হচ্ছিল। এই সম্পর্ক স্বাভাবিক করার প্রতিটি পদক্ষেপের মাধ্যমে শীর্ষ কূটনীতিক ও রাজনীতিবিদসহ সারা বিশ্বের মানুষকে এই ধারণা দেওয়া হচ্ছিল যে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন কোনো বিষয় নয়। এই অঞ্চলের ভবিষ্যৎ পরিকল্পনায় ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা, তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কোনো স্থান নেই। একটি বিষয় পরিষ্কার- ইসরাইল ও তার রক্ষক আন্তর্জাতিক পরিসরে নেতৃত্বের আসনে বসে থাকা যুক্তরাষ্ট্র সংগঠিত রাষ্ট্রীয় সহিংসতার মাধ্যমে প্রভাব, ক্ষমতা ও নিরাপত্তা অর্জন করেছে। বতর্মান ব্যবস্থায় কোনো রাষ্ট্র শুধু উচ্চ আদর্শের কথা বলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো যথেষ্ট কর্তৃত্ব ও ক্ষমতা অর্জন করতে পারবে না। বিশ্ব সম্প্রদায়কে নিজের মতো করে খবরদারি করতে পারবে না। ইসরাইল সংগঠিত সহিংসতা চালিয়ে ফিলিস্তিনি জনগণের ওপর যেভাবে নির্যাতন চালাচ্ছে, সেটা ফিলিস্তিনিদের সংগ্রামকে যৌক্তিক করে তুলেছে। গাজা থেকে সম্প্রতি ইসরাইলের ওপর হামলার অর্থ এই নয় যে, অবিলম্বে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে। এমনকি প্রতিরোধ যোদ্ধারা যদি কথাটা বলেও থাকেন, সেটিকে আমলে নেওয়ার কোনো কারণ নেই; বরং বলা যায়, তাদের এই অভিযান এই সংগ্রামকে পরিবর্তন ও গতিশীল করার বার্তা দিয়েছে। যারা ফিলিস্তিনকে ‘হারিয়ে যাওয়া বিষয়’ বলে ভেবেছিল, সেই আন্তর্জাতিক গোষ্ঠীকে তারা কাঁপিয়ে দিতে চেয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে তারা বুঝিয়ে দিতে চেয়েছেন, ফিলিস্তিন ইস্যু কোনো উপেক্ষিত বা ভুলে যাওয়ার মতো বিষয় নয়। হামাসের এ অভিযান মনে করিয়ে দিয়েছে, ফিলিস্তিনি জনগণ টিকে আছেন। তারা কখনোই স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ডে বসবাসের অধিকার আদায়ের সংগ্রাম থেকে সরে যাবেন না। হামাসের এ অভিযান ফিলিস্তিনি জনগণের বর্তমান পরিস্থিতিকে বদলে দেবে না; বরং অনেক ক্ষেত্রে তাদের জন্য পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এই অভিযানের কারণে ফিলিস্তিন রাষ্ট্রের আন্দোলন বা ফিলিস্তিনিদের অবস্থা খারাপ হচ্ছে না; বরং ইসরাইল রাষ্ট্রের দিনকে দিন চলে আসা বর্বর পদক্ষেপ তাদের অবস্থাকে দিন দিন খারাপ করছে। কারণ, ইসরাইলিরা আগে থেকেই বদ্ধপরিকর, যতই প্রতিরোধ আসুক ফিলিস্তিনকে মুছে দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে পুরো ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলি-ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। অনানুষ্ঠানিকভাবে দীর্ঘদিন ধরে পুরো ফিলিস্তিন অঞ্চল তারা নিয়ন্ত্রণ করে চলেছে। সুতরাং ঔপনিবেশিক শক্তির কবলে পড়া ভূখণ্ডের মানুষ পরিষ্কারভাবে বুঝে গেছেন, তারা সংগঠিত সহিংসতা করতে পারলেই শুধু তাদের অস্তিত্বের স্বীকৃতি মিলবে। অন্যথায় তাদের হত্যা করা হবে এবং যেকোনোভাবে হোক তাদের মুছে ফেলা হবে। বিশ্বের প্রভাবশালী বিভিন্ন দেশের সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনীতিক যখন সহিংসতা বন্ধ ও শান্ত হওয়ার কথা বলেন, তখন আসলে তারা ধীরে ধীরে, নৃশংসভাবে ফিলিস্তিনকে মুছে দেওয়ার কথা বলেন। এই বাস্তবতায়, শান্ত হওয়া বা সহিংসতা বন্ধের কোনো অবস্থা নেই। ঔপনিবেশিক শক্তি ইসরাইলি বসতি স্থাপনকারীদের দাসত্ব থেকে মুক্তির জন্য ফিলিস্তিনিদের সংগ্রামে বিরতি নেওয়ার কোনো সুযোগ নেই। অনুমান করা যায়, ইসরাইলি সরকার ও রাজনীতিবিদ এবং যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশের বিশেষজ্ঞরা এখন পুরো ঘটনাকে নিরেট নিরাপত্তার দিক থেকে বিবেচনা করবেন। তারা হামাসের হামলার জন্য গোয়েন্দা ব্যর্থতা ও অন্যান্য প্রযুক্তিগত নিরাপত্তা ব্যর্থতার ওপর জোর দেবেন। তারা গাজা উপত্যকায় নৃশংস বোমাবর্ষণের পক্ষে যুক্তি দেখাবেন। তারা ফিলিস্তিনিদের তাড়ানোর ওপর অব্যাহতভাবে জোর দিয়ে যাবেন। ফিলিস্তিনিদের আরো ভূমি ইসরাইলের সঙ্গে যুক্ত করার এমনকি ফিলিস্তিনকে মুছে দেওয়ার কথা বলবেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূণ বিষয়টি হচ্ছে, ফিলিস্তিনিরা কখনোই মুছে যাবেন না। এই অঞ্চলের অধিকাংশ ও সারা বিশ্বের অধিকাংশ মানুষ এই বিষয় উপলব্ধি করেছেন এবং তারা ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সমর্থন জানাচ্ছেন। বিশ্বের এসব প্রভাবশালী দেশ যাই ভাবুক না কেন, ফিলিস্তিনি জনগণ তাদের মুছে দেওয়ার ষড়যন্ত্র প্রতিরোধ করে যাবেন। বিশ্বব্যাপী মানুষ ফিলিস্তিনের সংগ্রামের মধ্যে নিজেদের সংগ্রামকে দেখবেন।
বিশ্ববাসী ফিলিস্তিনকে দেখবেন একটি রাজনৈতিক গল্প, রাজনৈতিক দর্শন। চলমান রাজনৈতিক অবস্থার বহিঃপ্রকাশ এবং ক্ষমতারব্যবস্থা হিসেবে- যা কখনো বিশ্ববাসীর হৃদয় ও মন থেকে মুছে দেওয়া যাবে না। এটিই হবে সময়ের পরীক্ষা। ফিলিস্তিনের বৈপ্লবিক চেতনা ঔপনিবেশিক বিশ্বব্যবস্থার কাঠামোগত সহিংসতা ও অবিচারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। স্বাধীনতা ও বিকল্পব্যবস্থা সৃষ্টির জন্য যারা অনড় থাকছেন, তারা একদিন প্রভাবশালী যেসব দেশ বর্তমানে বিশ্বকে শাসন করছে ও ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের পরাভূত করবেন। চলমান যুদ্ধে ইসরাইল যে অজেয় নয়, সেটি প্রমাণিত। হামাস তাদের অহঙ্কার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তাদের মাথায় রাখতে হবে- অহঙ্কার, প্রতিহিংসা, মার্কিন সহযোগিতা আর অস্ত্রের শক্তিমত্তা তাদের নিরাপদ রাখতে পারবে না। নিজেরা নিরাপদ থাকতে হলে অন্যদেরও নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে, ফিলিস্তিনিদের মানবাধিকারের স্বীকৃতি দিতে হবে এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের মর্যাদা ফিরিয়ে দেওয়ার মধ্যেই এই যুদ্ধের সমাধান নিহিত।
লেখক : গবেষক ও কলাম লেখক