ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চিঠি পত্র

কৃত্রিম বুদ্ধিমত্তা যখন পানি স্বল্পতার কারণ

কৃত্রিম বুদ্ধিমত্তা যখন পানি স্বল্পতার কারণ

পানি একটি অজৈব পদার্থ, যা হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত। পানি একটি সাধারণ যৌগ, যা প্রায় প্রতিটি জৈব ও অজৈব পদার্থে পাওয়া যায়। পানি জীবনের জন্য অপরিহার্য। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পুষ্টি পরিবহণ এবং বিপাক প্রক্রিয়াগুলোকে সক্রিয় করতে পানি সহায়তা করে। পানি তাই গুরুত্বপূর্ণ সম্পদ, যা সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত। পৃথিবীতে প্রতিদিন একজন ব্যক্তি গড়ে ১২০ থেকে ১৫০ লিটার পানি ব্যবহার করে। যদি আমরা বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটি ধরি, তাহলে প্রতিদিন ৯৬ হাজার কোটি থেকে ১ লাখ ২০ হাজার কোটি লিটার পানি ব্যবহার করা হয়। এই পরিমাণ পানি ব্যবহারের মধ্যে রয়েছে পান করা, রান্না, গোসল, কাপড় ধোয়া, শৌচাগারে ব্যবহার, শিল্প ও কৃষিকাজ। তবে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তির জীবনযাত্রার ওপর এর ব্যবহারের পরিমাণ নির্ভর করতে পারে। উদাহরণস্বরূপ, উন্নয়নশীল দেশগুলোতে মানুষ তাদের খাবার রান্না এবং গোসলে কম পরিমাণে পানি ব্যবহার করে। অন্যদিকে, উন্নত দেশগুলোতে মানুষ প্রায়ই তাদের জীবনযাত্রার উচ্চমান বজায় রাখার জন্য বেশি পানি ব্যবহার করে। তাই উন্নত দেশগুলোতে মানুষের পানির ব্যবহার বেশি। সেখানে একজন মানুষ প্রতিদিন গড়ে ২০০ লিটারেরও বেশি পানি ব্যবহার করে। বিশ্বব্যাপী প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার লিটার পানি কৃষিকাজে ব্যবহার হয়। এই পানির বেশিরভাগই ব্যবহার হয় সেচ, পশুপালন ও মৎস্য চাষের জন্য। এই বিপুল পরিমাণ পানির চাহিদার পাশাপাশি, নতুন করে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে পানি ব্যবহার করে? আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্রপাতিগুলো প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে, যা ঠান্ডা করার প্রয়োজন হয়। ঠান্ডা করার জন্য যন্ত্রগুলো সাধারণত জলভিত্তিক ঠান্ডা করার সিস্টেম ব্যবহার করে। এ যন্ত্রগুলোর জন্য পানি ব্যবহারের পরিমাণ যন্ত্রের আকার ও ধরন, সেই সঙ্গে পরিবেশের তাপমাত্রার ওপর নির্ভর করে। সাধারণত একটি বড় কৃত্রিম বুদ্ধিমত্তা সার্ভারের প্রতিদিন ১০০ লিটার পর্যন্ত পানির প্রয়োজন হতে পারে। বিশ্ব যতই আধুনিক হচ্ছে, আধুনিক প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ততই বাড়ছে। বর্তমানে যে পরিমাণ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হচ্ছে, ২০৫০ সাল নাগাদ তা আরো বাড়বে। সেক্ষেত্রে বর্তমানে একটি সার্ভার রক্ষণাবেক্ষণে ১০০ লিটার পানির প্রয়োজন হলে ভবিষ্যতে তা কত বৃদ্ধি পাবে, একবার ভেবে দেখেছেন কি? বর্তমানে পৃথিবীতে প্রায় ২০০ কোটি মানুষ সুপেয় পানির অপ্রতুলতা সহ্য করে। ২০৫০ সালে তা প্রায় ১ হাজার কোটিতে পৌঁছাবে বলে অনুমান করা হয়। জনসংখ্যা বৃদ্ধির ফলে পানির চাহিদাও বাড়বে। বর্তমানে বিশ্বের মোট পানি ব্যবহারের পরিমাণ প্রায় ১৪০০ ঘনকিলোমিটার। ২০৫০ সালে এই পরিমাণ প্রায় ২ হাজার ঘনকিলোমিটার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। পানির ব্যবহারের প্রধান খাত হলো কৃষি। ২০৫০ সালে কৃষিক্ষেত্রে পানির ব্যবহারের পরিমাণই প্রায় ১৪০০ ঘনকিলোমিটার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি শিল্প ও বাণিজ্যে পানি ব্যবহারের পরিমাণও বাড়বে। তাহলে এই বিপুল পরিমাণ পানির চাহিদার পরও কি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য পানি ব্যবহার করা যাবে? তাই বিশুদ্ধ পানি ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া উচিত।

মো. সোহান হোসেন

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত