চিঠিপত্র

ক্যাম্পাসে ফার্মেসি চাই

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেশের দ্বিতীয় বৃহৎ এবং উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানটি স্বয়ংসম্পূর্ণ ক্যাম্পাস হিসেবে খ্যাত। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রয়েছে নিজস্ব পূর্ণাঙ্গ স্টেডিয়াম, নিজস্ব ফিলিং স্টেশন, স্যুভেনির শপসহ প্রয়োজনীয় প্রায় সবকিছুই। তবে ক্যাম্পাসের মধ্যে ঘোরাফেরা করে কোথাও চোখে পড়ে না কোনো ওষুধের দোকান। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পণ্য হচ্ছে ওষুধ বা চিকিৎসাসামগ্রী। বিশ্ববিদ্যালয় প্রশাসন স্যুভেনির শপ নামে একটি প্রতিষ্ঠান চালাচ্ছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের লোগোসমৃদ্ধ বিভিন্ন পণ্য বিক্রি হয়। অথচ নেই কোনো নিজস্ব ফার্মেসি।

ক্যাম্পাসের পূর্বপাড়াতে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্যারাসিটামল এবং কিছু সাধারণ ওষুধ দেওয়া হয়। কিন্তু জটিল সমস্যায় ব্যবহৃত ওষুধ কিংবা অন্যান্য জরুরি চিকিৎসাসামগ্রী দেওয়া তো হয়ই না, কিনে নেয়ার মতো কোনো জায়গা ক্যাম্পাসের মধ্যে নেই। ক্যাম্পাসে প্রায়ই শিক্ষার্থীরা সমস্যার মধ্যে পড়ে যান, ওষুধ কিনতে হলে কাজলা বা বিনোদপুরে যেতে হয়। প্রশাসনের এই বিষয়ে নজর দেওয়া জরুরি। ক্যাম্পাসে একটি ফার্মেসি স্থাপন করা হোক এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা হোক; তাতে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে।

ফাহিম মুনতাসির রাফিন

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।