শিশুরা একটি জাতির ভবিষ্যৎ। দেশের সমৃদ্ধি নির্ভর করে শিশুদের সুস্থ সুন্দর এবং নিরাপদে বেড়ে ওঠার মধ্যদিয়ে। কিন্তু এভাবে শিশুহত্যার হার বেড়ে গেলে দেশের উন্নতি অচিরেই ম্লান হয়ে যাবে। দেশকে সমৃদ্ধির পথে ত্বরান্বিত করতে হলে অবশ্যই শিশু অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শারীরিক, মানসিক এবং যৌন হয়রানি বন্ধ করতে হবে। শিশুর প্রাথমিক শিক্ষা, সুস্থ আবাসস্থল এবং শিশুশ্রম বন্ধে অতিসত্ত্বর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতি উদাত্ত আহ্বান, জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদের সঠিক বাস্তবায়নে যেন অধিকতর গুরুত্ব দেয়া হয়। আসুন, শিশুদের নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে বেড়ে ওঠার নিশ্চয়তার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাই।
আল আমিন
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।