ঢাকা ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ফ্রি’তে সিম নয়, চাই সবল নেটওয়ার্ক

ফ্রি’তে সিম নয়, চাই সবল নেটওয়ার্ক

বাংলাদেশের প্রায় সব গ্রামাঞ্চলে দেখা যায়, মাইক দিয়ে রাস্তাঘাটে ফ্রি মোবাইল সিম বিক্রি করতে। আর মোবাইল অপারেটর কোম্পানিগুলো এ সিমের সঙ্গে দিয়ে থাকে লোভনীয় অফার। এ লোভনীয় অফারের কথা শুনে অনেকেই ভিড় করেন। কিন্তু সিমের নেট কানেকশন স্লো থাকার কারণে ঘরে বসে আর চালানো সম্ভব হয় না তাদের। তাই গ্রামাঞ্চলের প্রায় রাস্তাঘাটে, পুকুরের পাড়ে যুবক ছেলেদের নেট চালাতে দেখা যায়। তাদের জবাব, বাসায় নেট পাওয়া যায় না। কিছু ছেলেমেয়ে এই নেট বাজে ব্যবহার করলেও পক্ষান্তরে কিছু ছেলেমেয়ে পড়াশোনার কাজেই নেট ব্যবহার করে। কিন্তু নেট স্লো থাকার কারণে তাদের ঘরের বাইরে নেট চালাতে হয়। এতে করে সময়ের অপচয় এবং বাইরে মশার কামড়ের শিকার হতে হয়। বর্তমান সময়ে অনেকেই অনলাইনে বিভিন্ন কাজ এবং বিভিন্ন কোর্সে পড়াশোনা করেন। তাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সবল নেটওয়ার্কিং সিস্টেম চালু করার জন্য উন্নত মানের টাওয়ার স্থাপন ও যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আসাদ উল্লাহ

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত