চি ঠি প ত্র

অটিস্টিক শিশুর অধিকার

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা। কেউ শান্ত, কেউ বা চঞ্চল। তবে এটা মানতে হবে, আমাদের সবারই নিজের মতো করে থাকার অধিকার আছে। উদাহরণস্বরূপ বলতে পারি, অটিস্টিক শিশুদের কথা। এসব শিশু দলে কাজ করতে কষ্ট পায়।

তাছাড়া তাদের ভাষার ব্যবহারও অন্য সব শিশুদের চেয়ে ভিন্ন। তবে এটা সত্য, অটিস্টিক শিশু অন্য সব শিশুর মতোই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। তাই তাদের সাথে মানবিক আচারণ করা প্রয়োজন। কেননা তারাও অন্য সব শিশুর মতো লেখাপড়া, গান এবং ভালো ছবি আঁকতে পারে। তাই আসুন, অটিস্টিক শিশুদের সাথে এমন আচারণ করি; যাতে তারা যেন কষ্ট না পায়।

মো. মানিক উল্লাহ

সিরাজগঞ্জ।