চি ঠি প ত্র
রাস্তা দুটি পাকা করা জরুরি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লার নাঙ্গলকোটের বড় ফতেপুর থেকে তিলিপ গ্রামের মধ্যমপাড়া পাকা রাস্তা থেকে পূর্ব দিকে আনুমানিক দেড় কিলোমিটার কাঁচা রাস্তা এবং তিলিপ দরবার শরিফ থেকে পাকা সড়ক পর্যন্ত আধা কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করা জরুরি হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে রাস্তা দুটি খানাখন্দকে পানি জমে জনগণের চলাচলে ভোগান্তি সৃষ্টি করেছে। যানবাহন দূরের কথা, পথ চলাচলকারীদেরও দুর্ভোগ পোহাতে হয়। পত্রপত্রিকায় বহু লেখালেখির পরও রাস্তা দুটি পাকা করার উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাস্তা দুটি পাকা করার জোর দাবি জানাচ্ছে ভুক্তভোগী জনগণ।
দ্বীন মোহাম্মদ
তিলিপ দরবার শরিফ, নাঙ্গলকোট, কুমিল্লা।