ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

এই শীতে আগুন থেকে সাবধান

এই শীতে আগুন থেকে সাবধান

সারা দেশে বছরের অন্যান্য মাসের তুলনায় শীতের কয়েক মাসে খুব বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। শীতের ঠান্ডা বা কুয়াশা আগুন নেভাতে সহায়ক নয়, বরং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন লাগলে তা দ্রুত ছড়ায়। শীতের সময়ে বাতাসে জলকণা কম থাকায় ফায়ার জেনারেটিং ফিল্ড তৈরি হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট অগ্নিকাণ্ডের অন্যতম একটি কারণ। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে অসতর্কতার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। এছাড়া অগ্নিকাণ্ডের উল্লেখযোগ্য কারণগুলো হলো গ্রামে গৃহস্থালির কাজে ব্যবহৃত আগুন ভালোভাবে না নিভিয়ে ঘুমিয়ে পড়া, শহরে রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ না করা, বিড়ি-সিগারেটের পতিত আগুন, ছোটদের আগুন নিয়ে খেলা, বাজি পোড়ানো, যেখানে সেখানে ফানুস উড়ানো, দুর্বৃত্তের দেওয়া আগুন, অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ প্রভৃতি। একটি অগ্নিকাণ্ড এক মুহূর্তে পুরো পরিবারকে নিঃস্ব করে দেয়। অগ্নিকাণ্ডের ফলে অসংখ্য মানুষ ও পশুপাখি নিহত ও আহতের ঘটনাসহ নানা আর্থিক সম্পদ ধ্বংসের ঘটনা ঘটে। তাই, এই শীতে সবাইকে আগুন থেকে সাবধান হওয়া প্রয়োজন। এ ব্যাপারে সচেতনতা তৈরির উদ্যোগ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জাহিদ হাসান

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত