ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

কুমিল্লায় কক্সবাজার এক্সপ্রেসের স্টপেজ চাই

কুমিল্লায় কক্সবাজার এক্সপ্রেসের স্টপেজ চাই

প্রাকৃতিক সৌন্দর্যে অতুলনীয় কক্সবাজার। এখানেই রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত। এই দীর্ঘতম সমুদ্রসৈকত দেখার জন্য ছুটে আসেন দেশ-বিদেশের লাখ লাখ ভ্রমণপ্রিয় মানুষ। সরকার ভ্রমণপিপাসু মানুষের সুবিধার্থে এবং দেশের যোগাযোগব্যবস্থা সহজ করার জন্য কক্সবাজার এক্সপ্রেস নামে ঢাকা থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেন চালু করেছে। কিন্তু কুমিল্লায় এই ট্রেনের স্টপেজ না থাকায় এখান থেকে কোনো মানুষ ট্রেনে করে কক্সবাজার যেতে পারছে না। কিন্তু কুমিল্লা শহর একসময় ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল। কুমিল্লা মহানগরে বসবাস করে ১০ লক্ষাধিক মানুষ। তাছাড়া কুমিল্লাতে রয়েছে বহুসংখ্যক পর্যটন স্পট। লালমাই ময়নামতি পাহাড়ে একটি সমৃদ্ধ প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। এখানে রয়েছে শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবন মুড়া, ইটাখোলা মুড়া, সতের রত্নমুড়া, রাণীর বাংলার পাহাড়, আনন্দ বাজার প্রাসাদ, ভোজ রাজাদের প্রাসাদ, চন্ডীমুড়া প্রভৃতি। তাই কুমিল্লার বিশাল সংখ্যক মানুষ কক্সবাজার ভ্রমণ এবং কক্সবাজারের মানুষও যাতে সহজে কুমিল্লা ভ্রমণ করতে পারে, সেই জন্য নতুন ট্রেন চালু হওয়ার আগ পর্যন্ত কুমিল্লায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থামার ব্যবস্থা করা হোক।

ইয়াছিন আরাফাত

শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত