থিওলজি অনুষদ, যাকে নিয়েই পথচলা শুরু হয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)। অতিক্রম করেছে ৪৪টি বছর। সকল অনুষদ তাদের নিজস্ব নামে একাডেমিক ভবন নিয়ে ইবির বুকে স্বগর্বে দাঁড়িয়ে থাকলেও সে সৌভাগ্য জোটেনি থিওলজি অনুষদের। বিশ্ববিদ্যালয়ের ১২ জন উপাচার্য তাদের কার্যমেয়াদের ইতি টেনেছেন। কিন্তু, থিওলজির আলাদা কোনো অনুষদ দেওয়া হয়নি। আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এই তিনটি বিভাগের সমন্বয়ে গঠিত ধর্মতত্ত্ব অনুষদ। নিজস্ব কোনোভবন না থাকায় বর্তমান অনুষদ ভবনে তিন বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের ক্লাস নেয়া হচ্ছে। তাছাড়া, থিওলজি অনুষদের শিক্ষার্থীদের প্রায়ই ক্লাসরুম সংকটে পড়তে হয়। এতে করে অনেক সময় শ্রেণিকক্ষে পাঠদানে ব্যাঘাত ঘটে। তাই ইবির বুকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ নামে একটি নিজস্ব একাডেমিক ভবনকে অস্তিত্বে আনার উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আহমাদ জাবের
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।