ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

পানি অপচয় রোধ করুন

আজিজুল হক
পানি অপচয় রোধ করুন

আমাদের জীবনে পানি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। পানি ছাড়া আমরা একটি দিনও কল্পনা করতে পারি না। সাধারণত আমরা গভীর কূপ থেকে পানি উত্তোলন করে থাকি। বাংলাদেশের অঞ্চল ভেদে ভূগর্ভস্থ পানির স্তরের ভিন্নতা রয়েছে।

ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে। আমরা অনেকেই খেয়ালে-বেখেয়ালে পানির অপচয় করি। বর্তমানে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি উত্তোলন করা হয়ে থাকে। এতে বিদ্যুৎ খাতের ব্যবহার হয়।

পানির অপচয় করার পর আবার পানির প্রয়োজন মেটানোর জন্য অনেকে বৈদ্যুতিক মোটর ব্যবহার করে। এ কারণে পানির যেমন অপচয় হচ্ছে, তেমনি বিদ্যুতেরও অপচয় হচ্ছে; যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। যে কারণে পানি অপচয় রোধ করা অত্যাবশ্যক। তাই পানি অপচয়রোধে সবাইকে সচেতন হতে হবে।

শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত