ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধুর ভাষণ আজ বিশ্ব সম্পদ

মাজহার মান্নান
বঙ্গবন্ধুর ভাষণ আজ বিশ্ব সম্পদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক মহান ব্যক্তিত্ব যাকে হিমালয়ের সঙ্গে তুলনা করা হয়েছে এবং কোনো সাধারণ মানুষ এই তুলনা করেনি। এই তুলনা করেছেন কিউবার নেতা ফিদেল কাস্ত্রো। এই মহাপুরুষ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। তিনি শুধু একজন মহান নায়ক নন, তিনি একটি প্রতিষ্ঠান এবং একটি ইতিহাস। প্রতিটি যুগে যখন শোষণ-নিপীড়ন সীমা ছাড়িয়ে যায়, তখন একজন মহাপুরুষের আবির্ভাব ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন মহান ব্যক্তি ছিলেন। এই মহান নেতার জন্ম ঠিক তখনই হয়েছিল, যখন বাংলার শাসনব্যবস্থাকে কীটে খাওয়া দগ্ধ লাশের চেহারা দেখাচ্ছিল। বঙ্গবন্ধুকে জীবনের প্রতিটি পর্যায়ে সীমাহীন নির্যাতন ও ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে। ভয়ংকর ঝড়ের মধ্যেও টিকে থাকা নৌকার মতো তার জীবন। পাহাড়ের মতো উঁচু ঢেউ তার লাইফ বোটকে ডুবাতে পারেনি।

এটি একজন মহান মানুষের পক্ষেই সম্ভব। অসীম সাহস, সীমাহীন আত্মবিশ্বাস, উপস্থিত বুদ্ধি, মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, প্রবল দেশপ্রেমিক উদ্যোগ, অত্যধিক আত্মত্যাগ তাকে তারকা বানিয়েছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ এবং এটি শুধু ভাষণ নয়, একটি বৃহত্তর দলিল।

এটি এমন একটি ভাষণ যা আগামী শতাব্দী ধরে বেঁচে থাকবে এবং বাঙালিকে অনুপ্রাণিত করবে। এই শিক্ষণীয় ভাষণে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ এবং তার গতিশীল ব্যক্তিত্ব বেঁচে থাকবে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশেষজ্ঞরা একে যুগান্তকারী উদ্যোগ বলে মনে করছেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশনা বাস্তবায়নের পর সব শ্রেণির শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কোনো সাধারণ ভাষণ ছিল না। এই ভাষণটি ছিল বঙ্গবন্ধুর অনন্য উপাখ্যান ও মাস্টারপিস। এই অলিখিত ভাষণটি ছিল অত্যন্ত পরিশীলিত, পরিমার্জিত, সাবলীল এবং অনন্য।

বঙ্গবন্ধু তা লক্ষাধিক মানুষের সামনে তুলে ধরেন এবং তারা অনুপ্রাণিত হয়েছিলেন বঙ্গবন্ধুর এই ব্যক্তিত্বের মুগ্ধতায়।

মহাকাব্যিক এই ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, তার জীবনদর্শন, তার ভবিষ্যৎ পরিকল্পনা উন্মোচিত হয় এবং পরবর্তী প্রজন্ম কীভাবে তার দিন কাটাবে এবং কীভাবে লড়াই করতে হয় তার সব নির্দেশনা দেওয়া হয়। বঙ্গবন্ধুর ভাষণ শুধু কতগুলো সাজানো শব্দের বহিঃপ্রকাশ ছিল না, তার ভাষণ অর্থে পরিপূর্ণ ছিল এবং এই ভাষণে একটি বড় বার্তা দেওয়া হয়েছিল এবং যে বার্তা বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো করেই জানতেন, কীভাবে একটি ভাষণের মাধ্যমে একটি জাতিকে একই প্ল্যাটফর্মে আনতে হয়। সে সময় রেসকোর্স ময়দানে লাখো মানুষ বঙ্গবন্ধুর কাছ থেকে কিছু কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং বঙ্গবন্ধু তার ভাষণের মাধ্যমে জাতিকে সেটি উপহার দিয়েছিলেন। বঙ্গবন্ধু একজন দূরদর্শী নেতা ছিলেন, তাই তিনি সহজেই মানুষের হৃদয় বুঝতে পারতেন এবং তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বাঙালির হৃদয়ে প্রবেশ করতে পেরেছিলেন। বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে দীপ্তিমান কণ্ঠে বাঙালি জাতির রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির দাবি জানান। কিছু নেতা বঙ্গবন্ধুকে ৭ মার্চের লিখিত ভাষণ পড়ার অনুরোধ করলেও বঙ্গবন্ধু অলিখিত ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি তা দেন।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ আজ সব বাঙালির জন্য এক মহান সম্পদ এবং আগামী প্রজন্মের জন্য তা বিরাট গর্বের উৎস হয়ে থাকবে। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, তার গতিশীল ব্যক্তিত্ব এবং তার আদর্শ ঐতিহাসিক ভাষণে প্রতিফলিত হয়েছে এবং জনগণের দাবির প্রতিফলন ঘটেছে। বঙ্গবন্ধুর সাহসী ও উদ্যমী ভাষণ তাকে হিমালয়ের মতো বিশাল করেছে।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ও অনন্য ভাষণ আজ সারা বিশ্বে এক অমূল্য সম্পদ যা ছিল ১৮ মিনিটের অলিখিত ভাষণ। এই চিরস্থায়ী ভাষণটিকে বাংলার ম্যাগনা কার্টা বলা যেতে পারে। কারণ এই ভাষণ বাংলার মানুষকে তৎকালীন মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করেছিল এবং মানুষ নিপীড়ন থেকে মুক্তি পেয়েছিল। বক্তৃতায় ১ হাজার ১০৮টি শব্দ রয়েছে এবং প্রতিটি শব্দের নিজস্ব অনন্য অর্থ, গভীরতা এবং তাৎপর্য রয়েছে। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ ১২টি ভাষায় অনূদিত হয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের সময় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ মানুষ উপস্থিত ছিলেন। ২৩ বছরের সীমাহীন শোষণ- নিপীড়ন থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে বঙ্গবন্ধু সেদিন এই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।

বঙ্গবন্ধু হঠাৎ করে এই ঐতিহাসিক ভাষণ দেননি। এটি ছিল একটানা আন্দোলনের চূড়ান্ত রূপ। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পাকিস্তানের শাসক শ্রেণি ক্ষমতা হস্তান্তরের জন্য প্রতারণার আশ্রয় নেয়। ইয়াহিয়া খান ১৯৭১ সালের ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন; কিন্তু অপ্রত্যাশিতভাবে অধিবেশনটি ১ মার্চ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

এতে বাঙালি জাতির মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে ১৯৭১ সালের ২ ও ৩ মার্চ হরতাল পালিত হয় এবং অসহযোগ আন্দোলন ঘোষণা করা হয়। এই উত্তাল রাজনৈতিক পরিস্থিতি ঐতিহাসিক ভাষণের ক্ষেত্র তৈরি করে।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তার অনন্যতা, গভীরতা, বহুমাত্রিক ও গতিশীল চরিত্র, অসাধারণ গুণ ও দিকনির্দেশনামূলক উৎকর্ষতার জন্য বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। ৩০ অক্টোবর ২০১৭, ইউনেস্কো এই ভাষণটিকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণটিকে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের গেটিসবার্গের ভাষণের সঙ্গে তুলনা করা হয়। কিউবার নেতা ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটির প্রশংসা করে বলেন, এটি শুধু একটি ভাষণ নয় বরং অনন্য, বহুমাত্রিক দলিল। বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের প্রশংসা করে বলেন, এটি বাংলাদেশের স্বাধীনতার চাবিকাঠি। এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন। বঙ্গবন্ধু তার ভাষণে চারটি শক্তিশালী দফা তুলে ধরেন এবং সেগুলো হলো- ১. সামরিক আইন প্রত্যাহার, ২. সেনাবাহিনীকে ব্যারাকে প্রত্যাহার, ৩. গণহত্যার বিচার বিভাগীয় তদন্ত ও ৪. নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এবং এই চারটি বঙ্গবন্ধুর ভাষণে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল। ভাষণে তিনি বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলার মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির কথা বলেছেন। বঙ্গবন্ধু তার ভাষণে পশ্চিম পাকিস্তানি শাসকদের ২৩ বছরের শোষণ-নিপীড়নের বর্ণনা দেন। বঙ্গবন্ধু তার বক্তৃতায় বাঙালি জাতীয়তাবাদকে যেভাবে তুলে ধরেছেন, অন্য কোনো নেতা তা করতে পারেননি। ভাষণে তিনি বাঙালি জাতির গণতান্ত্রিক অধিকার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা বলেন। তিনি বলেন, ২৩ বছরের ইতিহাস বাংলার মানুষের রক্তে লালিত রাজপথের ইতিহাস। এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ডাক দেন। এই ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিলেও তিনি গরিবদের দুর্দশার কথা ভেবেছিলেন এবং গরিবদের কষ্ট দেয় এমন বিষয়গুলো ধর্মঘট থেকে বাদ দেন। ৭ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৮ দিন এই ভাষণ বাংলার সাত কোটি মানুষকে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছিল। ১৮ মিনিটের ভাষণে তিনি বাঙালির সংগ্রামের ইতিহাসের পুরো ক্যানভাস তুলে ধরেন। তার ঐতিহাসিক ভাষণ ছিল এক মহাকাব্যের অনন্য উদাহরণ। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ সম্পর্কে ইউনেস্কোর মন্তব্য উল্লেখ করার মতো বিষয়।

ইউনেস্কোর মতে, ভাষণটি কার্যকরভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল এবং ভাষণটি একটি বিশ্বস্ত দলিল যা অত্যাধুনিক ছিল এবং কোনো লিখিত স্ক্রিপ্ট ছিল না।

এই ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতি পৃথিবীর ইতিহাসে এক নতুন উচ্চতায় পৌঁছেছিল।

এই ভাষণটি ছিল স্বাধীনতা যুদ্ধ ও গেরিলা যুদ্ধের চূড়ান্ত দিকনির্দেশনা এবং এই ভাষণের পর থেকেই মানুষ তার চূড়ান্ত যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করতে থাকে। ভাষণে দেওয়া নির্দেশনা অনুসরণ করে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো মানুষের প্রাণের বিনিময়ে বিশ্ব মানচিত্রে বাঙালি একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেয়েছে। বঙ্গবন্ধু তার ভাষণে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিদ্যমান বৈষম্য তুলে ধরেন এবং এই ভাষণের মাধ্যমে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে এক তুমুল আন্দোলন গড়ে তোলে। বঙ্গবন্ধু তার ভাষণে প্রতিটি বাড়িকে দুর্গে পরিণত করার এবং তাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করার নির্দেশ দেন। বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে একটি সাহসী কাব্যিক ভাষণ দেন যা ৭ কোটি বাঙালির হৃদয় ছুঁয়ে যায় এবং তার ভাষণের পর বাঙালি স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর এই ভাষণটি অনন্য যে এটি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ ও অনুপ্রাণিত করতে সক্ষম হয়েছিল।

লেখক : সাহিত্যিক ও কলাম লেখক

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত