ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

শিশুশ্রমকে না বলুন

মো. জাহিদ হাসান
শিশুশ্রমকে না বলুন

বাংলাদেশে শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। ১৪ বছরের কম বয়সি শিশুদের কেউ শ্রমে নিয়োগ করলে প্রচলিত আইন অনুযায়ী তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হবে। অথচ, প্রতিনিয়ত এটি আমাদের চোখের সামনে ঘটছে। আমাদের দেশে শিশুশ্রমের প্রাথমিক কারণ হলো দারিদ্র্য। দরিদ্র ও অসচেতন অবিভাবকরা লেখাপড়ার খরচ বহন করতে না পেরে তাদের অনুপযুক্ত ছেলে-মেয়েদের ঝুঁকিপূর্ণ কাজে লাগিয়ে দেয়। তারা কিছুটা বাধ্য হয়েই এটা করে। এছাড়া শিশুশ্রমের অন্যতম কারণ হলো শিশু শ্রমিকদের তুলনামূলকভাবে কম মজুরি দিয়ে কাজ করানো যায়। শিশুশ্রমের ঘটনা এখন খুব স্বাভাবিকভাবে ঘটলেও এর প্রভাবে শিশুরা শিক্ষার অধিকার হারাচ্ছে, শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ছে এবং ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটছে। এ দেশে শিশুশ্রম পুরোপুরিভাবে বন্ধ করতে সুষ্ঠু পরিকল্পনা ও সময়োপযোগী ব্যবস্থা নেওয়া, জনসচেতনতা সৃষ্টি করা, শিশুশ্রম আইন জোরদার করা এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা সহায়ক হতে পারে। এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত