ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অভিমত

প্রকৃত মানুষ হয়ে সুন্দর সমাজ গড়ে তুলুন

সোহানা খান
প্রকৃত মানুষ হয়ে সুন্দর সমাজ গড়ে তুলুন

আমরা সবাই মানুষ, তবে আমরা আসলেই কি প্রকৃত মানুষ হতে পেরেছি! প্রকৃত মানুষ বলতে আমরা কি বুঝি? যে কখনই কারো কোনো ক্ষতি করবে না, বিনয়ী হবে, পরস্পরকে সম্মান করবে, সবার প্রতি সহমর্মিতা পোষণ করবে, যে তার ভেতরে মনুষ্যত্বকে জাগ্রত করে। বর্তমানে আমাদের সমাজের মানুষ আত্মকেন্দ্রিক। তারা সব সময় নিজের কথায় চিন্তা করে, অন্যের সুখ-দুঃখ, বিপদ-আপদ, অন্যের খারাপ লাগা, ভালোলাগা- এগুলো চিন্তা করার সময় যেন কারোর নেই। আর এই আত্মকেন্দ্রিক চিন্তাধারার জন্য তারা ক্রমশই প্রকৃত মানুষ হওয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একটি সুন্দর সুষ্ঠু সমাজ গড়ে তোলার জন্য আমাদের প্রকৃত মানুষ হওয়াটা জরুরি আর তাই আমাদের উচিত চিন্তাধারা আত্মকেন্দ্রিক না রেখে সমাজের কথা চিন্তা করা। পরস্পরের প্রতি সম্মান, স্নেহ, ভালো আচরণ করা উচিত।

একজন মানুষ জন্ম থেকেই প্রকৃত মানুষ হতে পারে না এর পেছনে আমাদের পরিবার এবং শিক্ষা-প্রতিষ্ঠানের অনেক ভূমিকা নিতে হবে। প্রতিদিন পত্রিকা খুললেই সমাজের হিংসা-বিদ্বেষ, মিথ্যাচার, খুনাখুনি, ধর্ষণ বিভিন্ন অন্যায়, ইত্যাদি সব পাপকর্ম দেখা যায়। আমরা সবাই বড় বড় ডিগ্রি অর্জন করি, তবে আমরা কি প্রকৃত মানুষ হতে পারছি! শিক্ষা অর্জন কিংবা বড় বড় ডিগ্রি অর্জন করলেই প্রকৃত মানুষ হয়ে যায় না আর তাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ‘মানুষ করে তোলাই শিক্ষা’ প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি সন্তানদের পারিবারিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করুন। যেন বড় ডিগ্রি অর্জন করেই আপনাকে বৃদ্ধাশ্রমে না রেখে আসে। বর্তমানে আমাদের সমাজে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, স্নেহ-মমতা, সম্মান, সহমর্মিতা সব যেন স্বার্থের জন্য করা। মিথ্যা ভণ্ডামির জন্য বর্তমান সমাজ ধূলিসাৎ হয়ে যাচ্ছে। একজন মানুষকে প্রকৃত মানুষ হতে হলে সর্বপ্রথম তার ভালো ব্যক্তিত্বের গুণাবলি থাকা প্রয়োজন। মনোবিজ্ঞানীদের মতে, কোনো একজনের মানসিক প্রক্রিয়া ও আচরণের এমন এক স্বতন্ত্র ধরন যা শুধু তার মধ্যে বিদ্যমান থাকবে। একজন প্রকৃত মানুষের মনুষ্যত্ববোধ ও চারিত্রিক গুণাবলি থাকতে হবে, থাকতে হবে পরস্পরের প্রতি সম্মান। সুষ্ঠু সমাজ গড়ে তুলতে আমাদের মনুষ্যত্ব, চিন্তাধারার পরিবর্তন ঘটাতে হবে। সত্যিকারের মনুষ্যত্ব জাগরণ করতে হবে। ভবিষ্যতে সুষ্ঠু সমাজ গড়ে তোলার জন্য আমাদের এখন থেকে আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা এবং পারিবারিক শিক্ষার মাধ্যমে শিক্ষিত করে তুলতে হবে। ফলে এরাই হবে ভবিষ্যতের সুষ্ঠু সমাজের প্রকৃত মানুষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত