জীবন খুবই মূল্যবান সম্পদ। নিজের পছন্দের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা পছন্দের সাবজেক্টে পড়তে না পারলেই জীবন বৃথা হয়ে যায় না। পৃথিবীতে অনেক মানুষের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়নি, কিন্তু তারপরও তারা সফল ও সুন্দর ক্যারিয়ার গড়েছেন। জীবনের সফলতা বা ব্যর্থতাকে কোনো নির্দিষ্ট মানদ-ে বিচার করা যায় না। সফল হওয়ার রাস্তা অনেক। অনেকেই অনেকভাবে জীবনে সাফল্য নামক সোনার হরিণ খুঁজে পেয়েছে। কোনো নির্দিষ্ট একটি রাস্তা বন্ধ হলেও আপনার সামনে অনেক রাস্তাই খোলা আছে গন্তব্যে পৌঁছানোর। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে গণ্য করা হয়। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিষয়ে ভর্তি হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। কিন্তু সবাই ভর্তি হওয়ার সুযোগ পায় না এবং সবাইকে ভর্তি করানোও সম্ভব না। শুধুমাত্র ভাগ্যবান, মেধাবীরাই এই তালিকায় জায়গা করে নেয়। তাহলে যারা ঢাবিতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না তারা কি ব্যর্থ? আপনার ডিপ্রেশনে যাওয়ার কিছুই নেই। শুধু হতাশ না হয়ে লেগে থাকুন, পরিশ্রম করুন। কোথাও লেখা নাই যে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েই সফল হতে হবে। চাকরি বাজারের দিকে লক্ষ্য করলে দেখবেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর পাশাপাশি, প্রাইভেট, সাত কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও অনেক এগিয়ে আছে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লেই কি আপনি সফল? যদি আপনি পড়াশোনা না করেন, পরিশ্রম না করেন। অন্যদিকে, আরেকজন পড়াশুনা ও পরিশ্রমের মাধ্যমে; জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট কিংবা সাত কলেজ থেকে পাস করে ভালো একটা ক্যারিয়ার গড়েছে। সে নিঃসন্দেহে আগের ব্যক্তির থেকে এগিয়ে আছে। সুতরাং কোনো বিশেষ বিশ্ববিদ্যালয় পড়তে না পারলেই জীবন বৃথা হয় না। আপনার জীবনের সফলতা ও ব্যর্থতা, আপনার পরিশ্রম ও অধ্যবসায়ের উপর নির্ভরশীল।
লেখক : শিক্ষার্থী, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর।