ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মানুষের পক্ষে পারিপার্শ্বিকতা এড়ানো কঠিন!

রাজু আহমেদ
মানুষের পক্ষে পারিপার্শ্বিকতা এড়ানো কঠিন!

কাউকে আদর্শ মানলে, পরম পূজনীয় করলে, হৃদয়ের মধ্যে সম্মানে রাখলে তার খুব কাছাকাছি হওয়া ঠিক নয়। গুণী মানুষেরও অন্ধকার অধ্যায় থাকে। তার মতাদর্শ, চিন্তা-কথা দ্বারা যদি আপনি উপকৃত হন, তবে সেসবের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখুন। তাদেরও ব্যক্তিগত জীবন থাকে, লেনদেন থাকে এবং বোঝাপরার ব্যাপার থাকে। দুনিয়াবি স্বার্থ তাকেও ঘিরে রাখে! সেও সব প্রতিশ্রুতি রাখতে পারে না এবং অনেক আবেগ আটকে চলতে পারে না! এই সময়ে নিষ্কলুষ মহামানবের সাক্ষাৎ পাবেন না নিশ্চয়ই! সেটা আশা করাও বোকামি! মানুষ তার পারিপার্শ্বিকতার খুব বেশি ঊর্ধ্বে উঠতে পারে না। আপনি আরেকজনের কী দ্বারা উপকৃত হচ্ছেন, তার কোনো দিকটি আপনার ভালো লাগছে? শুধু সেটুকুই অনুসরণ করুন। মাখামাখি রকমের সম্পর্ক করে কারো ব্যাপারে উচ্চ ধারণা ধরে রাখা যায় না। কারো সঙ্গে স্বার্থের সম্পর্ক হলে, জাগতিক লেনদেন করলে তার সম্পর্কে আন্দাজ পাওয়া যায়। যেখানে আপনার শ্রদ্ধা কাজ করে, সম্মান উচ্চকিত থাকে, সেখানে এইসব দেনা-পাওনায় জড়াবেন না! একই ব্যক্তি অবস্থান ভেদে বিভিন্ন চরিত্রের ধারক-প্রকাশক। আর আপনি শুধু সেটুকুতেই আবদ্ধ থাকুন যেটুকুতে আপনার মধ্যে আলো আসে। অন্ধকার রাত থেকে নিয়েন! মানুষের অন্ধকার শুধু আঁধার নয় বরং থালা ভরা ঘৃণাও! স্ত্রীর জন্য বিশেষায়িত যে চরিত্র, দুনিয়ার অন্য রমণীদের জন্যও অনুরূপতা দেখলে নিশ্চয়ই ঘৃণা আটকাতে পারবেন না! যে সারাজীবন নীতিকথা বলল, এখন নাকি তার নামেও শতকোটি টাকার দুর্নীতির তদন্ত হচ্ছে! কাছাকাছি হলে উচ্চ ধারণা পুষে রাখার সাধ্য কই? দূর থেকে ভালোবাসা সুন্দর। যে মানুষের প্রতি আপনি উচ্চতর ধারণা লালন করেন, কাছাকাছি সৌরভ শুঁকতে এসে তা হারানোর মতো বোকামি করবেন না! কথক তারকা আর কর্মের তারকায় তারকায় ফারাক আছে! কারো যে গুণ আপনাকে মুগ্ধ করে, সেখানে আবিষ্ট থাকুন। পাশাপাশি ঘেঁষতে এলে, রাত-দিনভর মিশতে এলে মানুষের ওপর বিশ্বাস হারাবেন! কবি বলেছেন, ‘মানুষের ওপরে বিশ্বাস হারানো পাপ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত