ডক্টর আহমেদ আবদুল্লাহ বর্তমান প্রজন্মের একজন প্রতিশ্রুতিশীল প্রবন্ধ লেখক। একজন স্বনামধন্য প্রত্নতত্ত্ববিদ। তার লেখার বিষয় ভূগোল ও পরিবেশ, ধর্ম, শিল্পকলা, ইতিহাস, ঐতিহ্য, প্রেম, প্রকৃতি এবং অবশ্যই প্রত্নতত্ত্ব। ১৯৭৩ সালে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার শ্রীবড়টিয়া গ্রামে তার জন্ম। পিতা মোহাম্মদ আলী আকবর মিয়া। আহমেদ আবদুল্লাহ পিতামাতার তৃতীয় সন্তান। বড় দুই বোনের পর তিনি জন্মগ্রহণ করেন। তার ছোট আরেকটি ভাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কর্মরত। টাঙ্গাইলে জন্মগ্রহণ করলেও শৈশব থেকে তিনি বেড়ে উঠেছেন ঢাকার শেওড়াপাড়া, কাজীপাড়া এবং পীরেরবাগে। বর্তমানে ঢাকা জেলার সাভারে তার স্থায়ী নিবাস। তিনি শিক্ষাজীবনের সূচনালগ্নে প্রথম শ্রেণীতে কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়ন করেন। দ্বিতীয় শ্রেণি হতে এসএসসি পর্যন্ত শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করেন। এরপর ১৯৯০ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ভূগোল (সম্মান) স্নাতক এবং ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরু থেকে অদ্যাবধি একই পেশায় তিনি নিবেদিতপ্রাণ প্রত্নতত্ত্ববিদ হিসেবে নিয়োজিত আছেন। পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে তিনি প্রত্নতত্ত্বে ২০১৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিগত ৩ দশকে সাহিত্যচর্চা, গবেষণা, সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং প্রবন্ধ, গল্প, ইতিহাস, ঐতিহ্য বিষয়ক উল্লেখযোগ্য সংখ্যক রচনা ও সম্পাদনার কাজ করেন। এ যাবতকাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে ১৩টি গ্রন্থ এবং প্রচুর সংখ্যক লেখা দেশের প্রথম শ্রেণির জাতীয় পত্রিকারসমূহে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। আহমেদ আবদুল্লাহ এর সাহিত্যচর্চা ও লেখালেখির জগতে প্রবেশ একেবারে শৈশবকালেই। তার প্রথম লেখা প্রকাশিত হয় শিশু একাডেমী কর্তৃক প্রকাশিত শিশু পত্রিকায় সেই ১৫ বছর বয়সে। যদিও লেখালেখির শুরুটা হয়েছিল আরো আগে। পরবর্তীতে বাংলার বাণী, দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, আজকের কাগজ, নয়া দিগন্ত, দৈনিক ইনকিলাব, দৈনিক পূর্বকোণ, পাক্ষিক পালাবদল, বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত ধান শালিকের দেশ, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত অগ্রপথিকসহ বিভিন্ন পত্রপত্রিকায় তার বহু লেখা প্রকাশিত হয়। তবে আগেই বলা হয়েছে আহমেদ আবদুল্লাহ মূলত একজন প্রত্নকর্মী। ২০০০ সালে তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে একজন কর্মজীবী হিসাবে যোগদান করেন। প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ছাড়াও তিনি একজন উৎখননকর্মী হিসেবে সুনাম অর্জন করেন। ২০০০ সালে কুমিল্লায় ভোজ রাজার বাড়ি, ২০০১, ২০০২ সালে বগুড়া মহাস্থানগড় (ফ্রান্স বাংলাদেশ যৌথ উৎখনন কাজ), ২০০৭ সালে ভাসু বিহার, বগুড়া, একই বছর ঢাকার লালবাগ দুর্গে প্রত্নতাত্ত্বিক খনন কাজ, ২০০৩, ২০০৪, ২০০৫ সালে নরসিংদী জেলার উয়ারী বটেশ্বরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এবং ২০০৯, ২০১০, ২০১১ সালে সরকারি প্রতিনিধি হিসেবে ঐতিহ্য অন্বেষণের সাথে উয়ারী বটেশ্বরে খনন কাজে অংশগ্রহণ করেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ২০০৩ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সম্পাদিত উয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক খননে যে প্রথম দেয়াল কাঠামো উন্মোচিত হয় উক্ত ট্রেঞ্চ এর দায়িত্বে ছিলেন আহমেদ আবদুল্লাহ। অর্থাৎ তার হাত দিয়েই প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত উয়ারী বটেশ্বর প্রত্নস্থলের প্রথম দেওয়াল কাঠামো উন্মোচিত হয়। এছাড়া ২০১২, ২০১৩, ২০১৪ সালে তিনি শালবন বিহার ময়নামতিতে খনন কাজে একজন খননকর্মী হিসেবে অংশগ্রহণ করেন।
২০১৫-১৬ অর্থবছরে (সপ্তম অষ্টম শতক) হাতিগাড়া মুড়া, কুমিল্লা এবং ২০১৬-১৭ অর্থবছরে রানী ময়নামতির প্রাসাদে একজন প্রত্নতাত্ত্বিক খননকর্মী হিসেবে তিনি অংশগ্রহণ করেন। এভাবে তিনি বাংলাদেশের বিভিন্ন প্রত্নস্থলের ইতিহাস উন্মোচনে একজন মাঠকর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শালবন বিহারের ১৩০০ বছরের প্রাচীন কূপটি তার হাত দিয়েই উন্মোচিত হয়। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন প্রশিক্ষণ তিনি সফলতার সঙ্গে সম্পন্ন করেন। তন্মধ্যে প্রত্নতাত্ত্বিক খনন সংক্রান্ত সেমিনার, প্রত্নতাত্ত্বিক জরিপ বিষয়ক প্রশিক্ষণ কোর্স, অটোমেশন অফ একাউন্টস সফটওয়ার বিষয়ক প্রশিক্ষণ কোর্স, শিলালিপি তত্ত্ব ও মুদ্রাতত্ত্ববিষয়ক প্রশিক্ষণ কোর্স, মূর্তিতত্ত্ব বিষয়ক প্রশিক্ষণ কোর্স, জাদুঘর ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স, ই-নথিবিষয়ক প্রশিক্ষণ কোর্স, ইউনিকোড এর ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ কোর্সসহ নানাবিধ প্রশিক্ষণ কোর্স তিনি সফলতার সাথে সম্পন্ন করেন। দেশের বেশ কয়েকটি জাদুঘর যথা চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘর, ময়নামতি জাদুঘর, পাহাড়পুর জাদুঘরে তিনি বিভিন্ন সময়ে সফলতার ঙ্গে দায়িত্ব পালন করেন। বালিয়াটি জাদুঘর, মানিকগঞ্জ এর ডিসপ্লের কাজটি তার হাত দিয়েই করা। তবে এই ডিসপ্লের কাজে তার সঙ্গে আরো একজন সহকর্মী ছিলেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন প্রত্নবস্তুর সংগ্রহ এবং সংরক্ষণেও তার রয়েছে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা। ২০০১ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রত্নবস্তুর মূল রেজিস্টার তালিকা তার হাতেই করা হয়। যে রেজিস্টার তালিকাটি এখনো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রত্নবস্তু সংরক্ষণের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। এছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন ওয়ার্কশপে তিনি সফলতার সাথে অংশগ্রহণ করেন এবং প্রভূত সুনাম অর্জন করেন। সরকারি কাজে বিভিন্ন সময় তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, ফ্রান্সসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এখানে উল্লেখ্য যে, জাপান ও ফরাসি পত্রিকা তাকে নিয়ে গুরুত্ব সহকারে পৃষ্ঠাব্যাপী প্রতিবেদন প্রকাশ করে। যার মধ্য দিয়ে এদেশের একজন গর্বিত প্রত্নকর্মী হিসেবে এশিয়া এবং ইউরোপে তিনি বাংলাদেশকে তুলে ধরেন। বর্তমানে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগের সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন তার পিএইচডি এর শিরোনাম ছিল- A study on early a migration and cultural importance of Sylhet area: based on stray findings and excavated archaeological materials আগেই বলা হয়েছে যে, তার প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা ১৩টি। তন্মধ্যে বাংলাদেশের ঐতিহ্য ও পুরাকীর্তি, ঢাকার মুসলিম ঐতিহ্য, উপমহাদেশের মুসলিম ঐতিহ্য, নামকরণের নেপথ্যে, নামকরণের গোড়ার কথা, সপ্তাশ্চর্য, অংকের খেলা অংকের জাদু উল্লেখযোগ্য। তিনি প্রত্নতত্ত্বে অবদানের জন্য ‘সমতটের কাগজ সম্মাননা’ এবং ‘উষসী সাহিত্য পরিষদ সম্মাননা’ লাভ করেন। বর্তমানেও তিনি দাপ্তরিক দায়িত্ব এবং লেখালেখির কাজ সমান্তরালভাবে চলমান রেখেছেন।