চি ঠি প ত্র
ইবিতে সুলভ মূল্যে পর্যাপ্ত বইয়ের সরবরাহ চাই
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্বাধীনতার পর প্রতিষ্ঠিত দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে উচ্চতর শিক্ষা দানের উদ্দেশ্য যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়। কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে যথাক্রমে ২৪ ও ২২ কিলোমিটার দূরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় দীর্ঘ ৪৫ বছর অতিক্রম করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলেও নির্মম সত্য যে, ইবিতে শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের অধ্যয়ন ও গবেষণার জন্য পর্যাপ্ত বইয়ের সরবরাহ থেকে বঞ্চিত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর সংলগ্ন এলাকায় বইয়ের দোকানগুলোতে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় বই খুঁজে পায় না। ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও এখানকার বইয়ের দোকানগুলোতে প্রয়োজনীয় ইসলামী সাহিত্যের অপ্রতুলতা বিদ্যমান। ফলে প্রয়োজনীয় বইয়ের জন্য শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে ২৪ কিলোমিটার দূরে কুষ্টিয়া শহরে যেতে হয়। তাই শিক্ষার্থীদের সমস্যা দূরীকরণে ক্যাম্পাস ও এর সংলগ্ন এলাকায় বইয়ের দোকানগুলোতে চাহিদার আলোকে সুলভ মূল্যে বইয়ের সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। অতএব, ইসলামী বিশ্ববিদ্যালয় ও এর সংলগ্ন এলাকায় বইয়ের দোকানগুলোতে পর্যাপ্ত বইয়ের সরবরাহ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ইয়াকুব ইসলাম
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।