ঢাকা ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্ববিদ্যালয়গুলো যেন মাদকের আঁতুরঘর

সুরঞ্জন মজুমদার
বিশ্ববিদ্যালয়গুলো যেন মাদকের আঁতুরঘর

মেধাবীদের চারণভূমি খ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ যেন মাদকের আঁতুরঘর হয়ে উঠেছে। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ও মাদক দমনে নিয়মিত অভিযান চলমান থাকলেও বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে অনেকটা প্রকাশ্যেই চলে মাদক সেবন। বিশেষ করে, গাঁজার মতো ভয়াবহ মাদক প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই সহজলভ্য। বিশ্ববিদ্যালয়পড়ুয়া অনেক শিক্ষার্থীই প্রথমে মাদক সেবন, পরে ধীরে ধীরে জড়িয়ে পড়ে মাদক চক্রের সাথে। আজকাল নারী শিক্ষার্থীরাও পিছিয়ে নেই মাদক গ্রহণে। পারিবারিক কলহ, চাকরির দুশ্চিন্তা, প্রেমঘটিত চিন্তাসহ নানা কারণে সৃষ্ট হতাশা থেকে সাময়িক মুক্তির জন্য মাদক সেবন করে অনেকে। তবে এসব কারণেই মাদক সেবন এখন আর সীমাবদ্ধ নেই। বরং আজকাল বিশ্ববিদ্যালয়ের একশ্রেণির শিক্ষার্থীর মধ্যে এমন মানসিকতা তৈরি হয়ে গেছে যে, তাদের আড্ডায় মাদক, খুশিতে মাদক, আবহাওয়া ভালো থাকলে মাদক, খারাপ থাকলে মাদক, যখন খুশি তখনই মাদক সেবন যেন স্বাভাবিক বিষয় হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একশ্রেণির মানুষের জীবনজীবিকাই নির্বাহ হয় মাদক ব্যবসাকে কেন্দ্র করে। এদের পাল্লায় পড়ে অত্যন্ত মেধাবী ছেলেটিও কোনো না কোনোভাবে মাদকে জড়িয়ে যাচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকেই যুক্ত থাকে এই উচ্চ লাভজনক ব্যবসার সাথে। এর ফলে দেখা যায়, উচ্চ মাধ্যমিক অবধি প্রতি স্তরে মেধার স্বাক্ষর রাখা অনেক শিক্ষার্থী বছরের পর বছর ড্রপ, ইম্প্রুভ এমনকি ড্রপ আউট হয়ে ঝরে পড়ে। যেখানে মেধার চর্চা হওয়ার কথা, দেশের ভবিষ্যৎ কাণ্ডারীরেদ বেড়ে ওঠার কথা, সেখানেই প্রতিনিয়ত নব্য মাদকসেবীর আবির্ভাব ঘটছে। এই আমাদের শিক্ষা ব্যবস্থার এক কলঙ্কিত দিক। এই অবস্থা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্ত রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি।

লেখক : শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত